বিমানের রোম ফ্লাইটে বোমা পাওয়া যায়নি: বিমানবন্দর কর্তৃপক্ষ
ইতালির রোম থেকে ঢাকার উদ্দেশ্যে আসা একটি বাংলাদেশ বিমানের ফ্লাইটে বোমা হামলার হুমকি পাওয়ার পর বিমানটিতে তল্লাশি চালানো হয়। তবে তল্লাশির পর কোনো বোমা বা বোমাসদৃশ বস্তু পাওয়া যায়নি বলে জানিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ।
বুধবার (২২ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সূত্র এ তথ্য জানায়।
সূত্র জানায়, অবতরণের পর পুরো বিমানটিতে পুঙ্খানুপুঙ্খভাবে তল্লাশি চালানো হয়েছে। যাত্রীদের সমস্ত লাগেজ পরীক্ষা করা হলেও কোনো বিস্ফোরক বা সন্দেহজনক কিছু পাওয়া যায়নি। যাত্রীদের লাগেজ শিগগির ফেরত দেয়া হবে।
এ বিষয়টি নিশ্চিত করে শাহজালাল বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন কামরুল ইসলাম বলেন, তল্লাশি কার্যক্রম প্রায় সম্পন্ন হয়েছে। হুমকি ও তল্লাশি সম্পর্কিত বিস্তারিত তথ্য পরবর্তীতে গণমাধ্যমকে জানানো হবে।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে