Views Bangladesh

Views Bangladesh Logo

রাজনৈতিক দলের নাম ‘জনশক্তি’ করার কোনো সিদ্ধান্ত হয়নি: নাগরিক কমিটি

 VB  Desk

ভিবি ডেস্ক

শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪

জাতীয় নাগরিক কমিটি জানিয়েছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে আসন্ন রাজনৈতিক দল ‘জনশক্তি’ এর নামকরণের বিষয়ে কোনো আলোচনা বা সিদ্ধান্ত হয়নি।

কমিটির মুখপাত্র সামান্থা শারমিন স্বাক্ষরিত বিবৃতিতে বলা হয়েছে, ‘এটি আমাদের নজরে এসেছে যে বিভিন্ন গণমাধ্যম এবং সামাজিত যোগাযোগ মাধ্যম জানিয়েছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে এবং জাতীয় নাগরিক কমিটির উদ্যোগে নতুন রাজনৈতিক দলটির নাম 'জনশক্তি'। এটি জনসাধারণের মধ্যে বিভ্রান্তির সৃষ্টি করেছে’।

‘আমরা নিশ্চিত করতে চাই, আমাদের মধ্যে এমন কোনো নাম বা সিদ্ধান্ত নিয়ে আলোচনা হয়নি। সংশ্লিষ্ট সবাইকে বিভ্রান্ত না হতে অনুরোধ জানানো হচ্ছে’- বিবৃতিতে যোগ করা হয়।

শনিবার (২১ ডিসেম্বর) কমিটির সদস্য সচিব আখতার হোসেন সাংবাদিকদের বলেন, ‘রাজনৈতিক দলের নাম জনশক্তি হবে, তা আমরা ঠিক করিনি। নাম কী হতে পারে দয়া করে বলুন’।

‘আমরা আলোচনার পরই সিদ্ধান্তে পৌঁছাতে চাই’- বলেন তিনি।

১৬ ডিসেম্বর জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসিরুদ্দিন পাটোয়ারী জানিয়েছিলেন, ছাত্র-জনতা এক-দুই মাসের মধ্যে রাজনৈতিক দল ঘোষণা করবে।

বিজয় দিবসে সাভারে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদনের পর তিনি সাংবাদিকদের বলেন, ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি আগামী এক বা দুই মাসের মধ্যে রাজনৈতিক দল গড়বে’।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ