দেশে কোনও মোবাইল হ্যান্ডসেট বন্ধ হচ্ছে না
মোবাইল হ্যান্ডসেট বৈধ না অবৈধ, নেটওয়ার্কে চলবে কি চলবে না- এই দুশ্চিন্তা এবারও আর থাকছে না। দেশের মোবাইল নেটওয়ার্কে আসা কোনো হ্যান্ডসেট বন্ধ হচ্ছে না।
আগের মতো বিটিআরসি’র ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টারে (এনইআইআর) মোবাইল নেটওয়ার্কে আসা সব হ্যান্ডসেট স্বয়ংক্রিয়ভাবে নিবন্ধন হয়ে যাবে।
বিটিআরসি, ডাক ও টেলিযোগাযোগ বিভাগসহ সরকারের উচ্চ-পর্যায়ের এক বৈঠকে এমন সিদ্ধান্ত হয়েছে বলে নিশ্চিত করেছেন ডাক ও টেলিযোগাযোগ বিভাগের শীর্ষ পর্যায়ের একাধিক কর্মকর্তা।
চলতি বছরের ১৮ জানুয়ারি বিটিআরসি ‘অতি শীঘ্রই অবৈধ মোবাইল নেটওয়ার্ক হতে বিচ্ছিন্ন করা হবে’ এমন ঘোষণা দেয়। ওই বিজ্ঞপ্তিতে জনসাধারণকে মোবাইল হ্যান্ডসেট কেনার আগে বৈধতা যাচাই করে কেনার অনুরোধ করে।
যেখানে বলা বলা হয়েছিল, জাতীয় পরিচিতি ও নিবন্ধিত সিম কার্ডের সাথে ট্যাগিং করে প্রতিটি মোবাইল ফোন নিবন্ধের মাধ্যমে বিভিন্ন সরকারি সেবা গ্রহণ-প্রদান নিশ্চিত করা, অবৈধভাবে উৎপাদিত বা আমদানিকৃত মোবাইল ফোনের ব্যবহার বন্ধ করার মাধ্যমে সরকারের রাজস্ব আহরণ নিশ্চিত করা এবং ব্যবহৃত মোবাইল ফোনের চুরি রোধ করার উদ্দেশ্যে এনইআইআর-এর কার্যক্রম পূর্ণাঙ্গরূপে চালু করার কার্যক্রম শুরু হয়েছে।
নীতি-নির্ধারণী পর্যায়ে এই আলোচনা এসেছে যে, হ্যান্ডসেট বা প্রযুক্তিপণ্য ব্যবহারে জনগণের ভোগান্তি রোধ করার বিষয়টিকে গুরুত্ব দিতে হবে। কেননা বিটিআরসি দেশে সচল সব হ্যান্ডসেটের বিস্তারিত ডেটাবেইজ সফলভাবে সংরক্ষিত রাখছে।
অন্যদিকে আরেকটি বিষয় উল্লেখ্য যে, দেশের বাইরে থেকে কোন হ্যান্ডসেট এলে সেটি থেকে ভ্যাট-ট্যাক্স আদায়ের কাজটি এনবিআর-এর। আর সেক্ষেত্রে হ্যান্ডসেটটি কীভাবে এসেছে সেটি প্রয়োজন মনে করলে এনবিআর ও আইনশৃঙ্খলারক্ষাকারী বাহিনী তা যাচাই করার এখতিয়ার রাখে।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে