Views Bangladesh Logo

বৈষম্যবিরোধী মামলা: আসামি গ্রেপ্তারে অনুমতি লাগবে না

 VB  Desk

ভিবি ডেস্ক

বৈষম্যবিরোধী আন্দোলন ঘিরে দায়ের হওয়া মামলায় আসামিদের গ্রেপ্তারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি নেয়ার প্রয়োজন নেই—হাইকোর্টের দেয়া এই আদেশ বহাল রেখেছেন আপিল বিভাগের চেম্বার আদালত।

বুধবার (৭ মে) আপিল বিভাগের চেম্বার বিচারপতি মো. রেজাউল হক ‘নো অর্ডার’ দেন। একইসঙ্গে এই বিষয়ে রাষ্ট্রপক্ষের করা আবেদন আগামী ১৫ মে আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে শুনানির জন্য উপস্থাপনের তারিখ ধার্য করা হয়েছে।

এর আগে, ৯ এপ্রিল ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) এক অফিস আদেশে বলা হয়, বৈষম্যবিরোধী আন্দোলনসংক্রান্ত রুজু করা মামলায় অধিকাংশ ক্ষেত্রেই এজাহারনামীয় আসামির সংখ্যা বেশি। এসব মামলায় এজাহারনামীয় কিংবা তদন্তে প্রাপ্ত আসামিদের গ্রেপ্তারের জন্য উপযুক্ত প্রমাণসহ অবশ্যই ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি নিতে হবে। আদেশে, অনুমতি ছাড়া কোনো আসামিকে গ্রেপ্তার না করতেও নির্দেশ দেয়া হয়।

এই অফিস আদেশকে চ্যালেঞ্জ করে ২৩ এপ্রিল সুপ্রিম কোর্টের আইনজীবী মো. জসিম উদ্দিন হাইকোর্টে একটি রিট আবেদন করেন। রিটে তার পক্ষে শুনানি করেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ