Views Bangladesh

Views Bangladesh Logo

বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতিতে উল্লেখযোগ্য পরিবর্তন নেই: যুক্তরাষ্ট্র

 VB  Desk

ভিবি ডেস্ক

মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪

০২৩ সালে বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতিতে 'উল্লেখযোগ্য কোনো পরিবর্তন' হয়নি বলে নতুন এক প্রতিবেদনে জানিয়েছে যুক্তরাষ্ট্র।

মঙ্গলবার (২৩ এপ্রিল) ঢাকায় মার্কিন দূতাবাস বলেছে, ২০২৩ সালের মানবাধিকার প্রতিবেদনে (এইচআরআর) থাকা দেশভিত্তিক প্রতিবেদনগুলো আইনি সিদ্ধান্ত, দেশগুলোর ক্রমবিন্যাস বা তুলনা করে না। 

যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অব স্টেট প্রকাশিত ২০২৩ সালের মানবাধিকার প্রতিবেদনটিকে বিশ্বব্যাপী মানবাধিকার পরিস্থিতির একটি ‘বাস্তব ও বস্তুনিষ্ঠ দলিল’ হিসেবে দাবি করা হয়েছে।

প্রতিবেদনের বাংলাদেশ বিষয়ক অধ্যায়ে বলা হয়, মানবাধিকার লঙ্ঘনের জন্য ব্যাপক দায়মুক্তির অসংখ্য প্রতিবেদন রয়েছে। এতে দাবি করা হয়, বেশিরভাগ ক্ষেত্রেই সরকার মানবাধিকার লঙ্ঘনকারী কর্মকর্তা বা নিরাপত্তা বাহিনীর সদস্যদের সনাক্ত ও শাস্তি দিতে বিশ্বাসযোগ্য পদক্ষেপ নেয়নি।

২০২৩ সালের হিউম্যান রাইটস রিপোর্ট (এইচআরআর) ১৯৮টি দেশ ও অঞ্চলকে নিয়ে কাজ করেছে। মানবাধিকার প্রতিবেদনটি, পৃথকভাবে মানবাধিকার অবমাননা ও লঙ্ঘনের ওপর বিশ্বাসযোগ্য তথ্যের বিস্তৃত বর্ণনা দেওয়া হয়েছে। 

প্রায় ৫ দশক ধরে যুক্তরাষ্ট্র এই প্রতিবেদন প্রকাশ করেছে।

মানবাধিকার প্রতিবেদনটি, ওয়াশিংটন ও বিভিন্ন দেশের মিশনে যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অব স্টেটে তাদের সহকর্মীদের বেশ কিছু মাসের কাজের প্রতিনিধিত্ব করে। যা যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র নীতির সিদ্ধান্ত সম্পর্কে অবহিত করে এবং মানবাধিকার পরিস্থিতি বিষয়ে সঠিক তথ্যের প্রয়োজন হলে কংগ্রেস, এক্সিকিউটিভ ব্র্যাঞ্চ ও অভিবাসন আদালতকে সহায়তা করে।

অন্যান্য দেশের প্রতিবেদনের পাশাপাশি বাংলাদেশের প্রতিবেদনটি state.gov এ পাওয়া যাবে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ