Views Bangladesh Logo

যুক্তরাষ্ট্রে একটি বাড়িতে প্লেন বিধ্বস্ত, কেউ বেঁচে নেই

যুক্তরাষ্ট্রের একটি বাড়িতে প্লেন বিধ্বস্তের ঘটনায় যাত্রীদের কেউ বেঁচে নেই। তবে বাড়িটির ভেতরে হতাহতের খবর পাওয়া যায়নি।

আয়ওয়া থেকে মিনেসোটাগামী ছোট প্লেনটি শনিবার (৩০ মার্চ) মিনেসোটা শহরতলীর ব্রুকলিন পার্কের আবাসিক এলাকার ওই বাড়িতে বিধ্বস্ত হলে এতে আগুন ধরে যায়।

ফেডারেল অ্যাভিয়েশন কর্মকর্তারা জানিয়েছেন, স্থানীয় সময় রাত ১২টা ২০ মিনিটে প্লেনটি উড্ডয়ন করেছিল। গন্তব্যে পৌঁছানোর আগেই কারিগরি ত্রুটির কবলে পড়ে।

তদন্তকারীরা জানান, প্লেনটিতে কতোজন ছিলেন, তা স্পষ্ট নয়। তবে ব্রুকলিন পার্কের অগ্নিনির্বাপক প্রধান শন কনওয়ে জানান, যাত্রীদের কেউ বেঁচে নেই। বাড়ির ভেতরে কেউ নিহত হওয়ার খবর পাওয়া যায়নি।

জাতীয় পরিবহন সুরক্ষা বোর্ড জানিয়েছে, তারা দুর্ঘটনার কারণ তদন্ত করতে আগ্রহী, যা এখনও অজানা।

সংস্থাটি মিনেসোটার ঘটনাস্থলে যাচ্ছে। তারা রোববার (৩১ মার্চ) সেখানে থাকবে বলে আশা করা হচ্ছে।

'ঘটনাস্থলে পৌঁছানোর পর তদন্তকারীরা ঘটনাস্থলের নথিভুক্তকরণ এবং প্লেনটি পরীক্ষা করবেন। এরপর প্লেনটিকে আরও মূল্যায়নে নিরাপদ স্থানে উদ্ধার করা হবে'- বিবৃতিতে জানিয়েছে সংস্থাটি।

সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যাচ্ছে, প্লেনটি বিধ্বস্ত হলে বাড়িটি আগুনে পুড়ে গেছে। আগুন নেভানোর চেষ্টা করছেন স্থানীয় দমকল বিভাগের সদস্যরা।

এই ঘটনাটি সাম্প্রতিক বেশ কয়েকটি প্লেন দুর্ঘটনা এবং প্রায় দুর্ঘটনার পর ঘটেছে, যা মার্কিন জনগণের দৃষ্টি আকর্ষণ করেছে।

অনেকে বলছেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার মন্ত্রিসভাকে ফেডারেল সংস্থাগুলোতে কর্তনে উৎসাহিত করার পর এসব দুর্ঘটনা ঘটছে।

অ্যাসোসিয়েটেড প্রেসের মতে, উড়োজাহাজ নিরাপত্তা সহায়তায় দায়িত্বপ্রাপ্ত শত শত কর্মচারীকে বরখাস্ত করা হয়েছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ