সন্ধান মিলল আলাস্কায় নিখোঁজ বিমানের, সব আরোহী নিহত
যুক্তরাষ্ট্রের আলাস্কায় নিখোঁজ হওয়া একটি যাত্রীবাহী বিমানের ধ্বংসাবশেষের সন্ধান পাওয়া গেছে বলে জানিয়েছেন দেশটির কর্মকর্তারা। শুক্রবার এ তথ্য নিশ্চিত করে তারা জানান, ধারণা করা হচ্ছে বিমানে থাকা ১০ জনের সবাই নিহত হয়েছেন।
বার্তা সংস্থা এএফপি জানায়, বেরিং এয়ার ক্যারাভান নামের বিমানটির ধ্বংসাবশেষ নোম শহর থেকে প্রায় ৩৪ মাইল (৫৫ কিলোমিটার) দূরে পাওয়া গেছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের কোস্টগার্ড।
সামাজিক যোগাযোগমাধ্যমে কোস্ট গার্ড জানায়, ‘বিমানটির ভেতরে তিনজনের মরদেহ পাওয়া গেছে। বাকি সাতজনেরও মরদেহ বিমানের ভিতরে রয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে বিমানটির অবস্থা এতটাই খারাপ যে, বর্তমানে এখনও তাদের কাছে পৌঁছানো সম্ভব হচ্ছে না।"
নোমের স্বেচ্ছাসেবক দমকল বিভাগ ফেসবুকে জানিয়েছে, তারা উদ্ধারকাজে সহায়তা করছে।
এ ছাড়াও এক পোস্টে জানানো হয়, ‘আলাস্কা এয়ার ন্যাশনাল গার্ডের সহায়তায় নোম সার্চ অ্যান্ড রেসকিউ টিম উদ্ধার অভিযানে কাজ করছে।’
পোস্টে আরও জানানো হয়, ‘প্রাপ্ত তথ্য অনুযায়ী, দুর্ঘটনায় কারোর বেঁচে যাওয়ার মতো অবস্থা ছিল না। এই মুহূর্তে আমাদের চিন্তাভাবনা নিহতদের পরিবারগুলোকে ঘিরে।’
এ ব্যাপারে আলাস্কা রাজ্য পুলিশ জানিয়েছে, বেসরকারিভাবে পরিচালিত বিমানটিতে নয়জন যাত্রী এবং একজন পাইলট ছিলেন। বৃহস্পতিবার বিমানটি উনালাকলিট থেকে নোমের উদ্দেশে যাত্রা করে। তবে ফ্লাইটটি নির্ধারিত সময়ে পৌঁছায়নি বলে জানা গেছে।
প্রকাশ্যে আসা তথ্যানুযায়ী, বিমানটির শেষ অবস্থান ছিল পানির ওপরে, যা উড্ডয়নের প্রায় ৪০ মিনিট পর শনাক্ত করা হয়েছিল।
উল্লেখ্য, এর মধ্য দিয়ে সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্রে বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় যোগ হলো আরও একটি বিমান দুর্ঘটনা।
এর আগে গত ৩০ জানুয়ারি ওয়াশিংটনে মাঝআকাশে মার্কিন সেনাবাহিনীর হেলিকপ্টারের সঙ্গে একটি যাত্রীবাহী বিমানের সংঘর্ষ হয়। সেই দুর্ঘটনায় উভয় যানে থাকা ৬৭ জন আরোহীর সবাই নিহত হন। এর পরপরই ফিলাডেলফিয়ায় একটি মেডিকেল বিমান বিধ্বস্ত হয়, যেখানে সাতজন নিহত এবং ১৯ জন আহত হয়।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে