রাজধানীর সড়কে নেই যানজট
আজ (৩১ ডিসেম্বর) ছাত্রশিবিরের সম্মেলন ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমাবেশকে ঘিরে চাপা উৎকন্ঠা রাজধানীজুড়ে। চাকরিজীবী ও খুব গুরুত্বপূর্ণ কাজ ছাড়া ঘর থেকে কেউ বের হননি। ফলে রাজধানীতে যানজট একেবারেই ছিল না সকাল থেকে।
রাজধানীর উত্তরা, মিরপুর ১০, আগারগাঁও, ফার্মগেট, বাংলামোটর, গুলিস্তান এলাকা ঘুরে দেখা যায় ব্যক্তিগত পরিবহন তুলনামূলক কম। গণপরিবহনও স্বাভাবিক দিনের তুলনায় অনেক কম ছিল।
রাজধানীর একটি বাসচালকের সাথে কথা বলে জানা যায়, তাদের কিছু সংখ্যক বাসযাত্রীদের কথা ভেবে সড়কে চলাচল করছে।
এদিকে একটি প্রাইভেট প্রতিষ্ঠানের কর্মকর্তা সানজিদা জানান, রাজধানীতে অন্যদিনের তুলনায় গাড়ি অনেক কম পরিলক্ষিত হয়েছে। আজকের সম্মেলন ও সমাবেশকে কেন্দ্র করে যে পরিমাণ দুর্ভোগ হওয়ার কথা ছিল তার ছিঁটেফোঁটাও নেই।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে