Views Bangladesh Logo

বেনজীরের বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা আরোপ করা হয়নি: পররাষ্ট্রমন্ত্রী

 VB  Desk

ভিবি ডেস্ক

বাংলাদেশ পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদের বিদেশ ভ্রমণ নিয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, ‘তার বিরুদ্ধে কোনো আদালত বা দুর্নীতি দমন কমিশন থেকে কোনো বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা আরোপ করা হয়নি।’

সোমবার (৩ জুন) পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। অ্যান্টিগুয়া ও বারবুডা এবং যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সফর থেকে ফেরার পর আজ এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

মন্ত্রী আরও বলেন, সাবেক এই পুলিশ প্রধান ৬ জুন দুদকে হাজির হন কিনা তা দেখার বিষয়।

সংবাদমাধ্যমের খবরে জানা যায়, গত ৪ মে রাতে সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকা ছাড়েন বেনজীর আহমেদ এবং তার স্ত্রী ও দুই মেয়ে।

সাংবাদিকদের আরেক প্রশ্নের জবাবে হাছান মাহমুদ বলেন, সরকার স্বচ্ছভাবে দেশ পরিচালনা করে এবং দুদকের ওপর সরকারের কোনো প্রভাব নেই। দুদক স্বাধীন ও স্বচ্ছভাবে কাজ করছে।

তিনি আরও বলেন, বিচার বিভাগ স্বাধীনভাবে কাজ করছে।

এ ব্যাপারে দুর্নীতি দমন কমিশন (দুদক) সূত্রে জানা গেছে, অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে গত ৬ জুন বেনজীর আহমেদকে জিজ্ঞাসাবাদের জন্য দুদক কার্যালয়ে তলব করা হয়েছে। এ ছাড়াও জিজ্ঞাসাবাদের জন্য ৯ জুন তার স্ত্রী ও দুই মেয়েকে তলব করা হয়েছে।

প্রসঙ্গত, দুদকের আবেদনের প্রেক্ষিতে গত ২৩ মে বেনজীর আহমেদ ও তার পরিবারের সদস্যদের নামে থাকা ৩৪৫ বিঘা জমি এবং বিভিন্ন সরকারি-বেসরকারি ব্যাংকে তাদের নামে ৩৩টি ব্যাংক হিসাব জব্দের আদেশ দেন ঢাকার বিশেষ জজ আদালত। এরই ধারাবাহিকতায় ২৬ মে ফের আরও বেশ কয়েকটি স্থাবর সম্পত্তি এবং ১১৯টি নথিতে অতিরিক্ত অস্থাবর সম্পত্তি জব্দের নির্দেশ দেয়। সেই সঙ্গে রাজধানীর গুলশানের আলিশান ৪টি ফ্ল্যাট, শতভাগ এবং আংশিক মালিকাধীন ২৩টি কেম্পানির শেয়ার অবরুদ্ধ করার আদেশ দেয়া হয়।

এর আগে গত ৩১ মার্চ একটি জাতীয় দৈনিকে প্রকাশিত এক প্রতিবেদনে দাবি করা হয়, পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) ও র‌্যাবের সাবেক মহাপরিচালক বেনজীর আহমেদের বিপুল পরিমাণ অবৈধ সম্পদের খোঁজ মিলেছে। এরপর থেকেই বেশ আলোচনায় উঠে আসেন তিনি।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ