Views Bangladesh Logo

দেশে নতুন কারখানায় নকিয়া

দেশে প্রথম যে কারখানায় হ্যান্ডসেট উৎপাদন শুরু করেছিল নকিয়া সেটি ছেড়ে দিয়েছে কোম্পানিটি।

নতুন করে বাংলাদেশে ‘সেলেক্সট্রা লিমিটেড’ নামে কোম্পানিটি তাদের কারখানায় নকিয়া ব্র্যান্ডের হ্যান্ডসেট সংযোজন করবে।

আগে এই কারখানা ছিল গাজীপুরের কালিয়াকৈরের বঙ্গবন্ধু হাইটেক সিটিতে। ওই কারখানার মালিকানায় ছিল যুক্তরাজ্যভিত্তিক জয়েন্ট ভেঞ্চার ভাইব্র্যান্ট সফটওয়্যার (বিডি) লিমিটেড, যার বাংলাদেশী অংশীদার ছিলো ইউনিয়ন গ্রুপের সিএমপিএল।

সেলেক্সেট্রার এই হ্যান্ডসেট কারখানা টঙ্গির গাজীপুরায়। ৫৫ হাজার স্কয়ার ফিটের এই কারখানায় এক শিফটে প্রতি মাসে উৎপাদন সক্ষমতা ৩ লাখ ইউনিট। যা দুই শিফট হলে ৫ লাখের বেশি হবে। যার মধ্যে ফিচার এবং স্মার্টফোন দুটিই থাকবে। এই কারখানায় প্রডাকশন লাইন রয়েছে ৮টি।

আর এই কারখানায় উৎপাদিত হ্যান্ডসেট বাজারে আসছে রোববার। শুরুতে তিনটি মডেলের হ্যান্ডসেট আসছে।

বিটিআরসি সূত্র জানায়, নিয়ন্ত্রণ সংস্থার ৫ সদস্যের একটি দল সেলেক্সট্রার কারখানা পরিদর্শন করেছে এবং সবকিছু যাচাই করেছে। তারা কারখানা এবং টেস্টিং ল্যাব যথাযথ পেয়েছেন।


সেলেক্সট্রা ২০২৩ সালের অক্টোবরে বিটিআরসি হতে দেশে এ ক্যাটাগরির ‘মোবাইল ফোন হ্যান্ডসেট ম্যানুফ্যাকচারার অ্যান্ড ভেন্ডর এনলিস্টমেন্ট সার্টিফিকেটে’র মূল সনদ পায়।

নকিয়ার কোম্পানি এইচএমডি বাংলাদেশের সূত্র বিষয়টি নিশ্চিত করেছে যে, বাংলাদেশে নকিয়ার হ্যান্ডসেট উৎপাদনের আগের অংশীদার প্রতিষ্ঠানের সঙ্গে তারা আর নেই। সেলেক্সট্রা লিমিটেডের সঙ্গে তারা হ্যান্ডসেট উৎপাদনে চুক্তি করেছেন। সেলেক্সট্রার কারখানায় নকিয়া হ্যান্ডসেট উৎপাদন হবে।

কোম্পানিটি নতুন করে ‘সেলেক্সট্রা লিমিটেড’ নামে তাদের কারখানায় নকিয়া ব্র্যান্ডের হ্যান্ডসেট সংযোজন করবে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ