Views Bangladesh Logo

একাধিক ব্যাটারিচালিত রিকশার মালিক হতে পারবেন না কোনো ব্যক্তি: ডিএমপি কমিশনার

 VB  Desk

ভিবি ডেস্ক

ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার শেখ মো. সাজ্জাত আলী জানিয়েছেন, ব্যাটারিচালিত রিকশা নিয়ে নীতিমালা প্রণয়নের কাজ চলছে। এ নীতিমালা চূড়ান্ত হলে যিনি চালক তিনিই মালিক। কোনো ব্যক্তি একাধিক ব্যাটারি-রিকশার মালিক হতে পারবেন না।

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) দুপুর ৩টায় ঢাকা মেট্রোপলিটন পুলিশ সদর দপ্তরে ব্যাটারিচালিত রিকশা মালিক ও শ্রমিক সংগঠনের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।

ডিএমপি কমিশনার বলেন, ‘ব্যাটারিচালিত রিকশা কিছু ক্ষেত্রে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করলেও অনেক সমস্যা সৃষ্টি করছে। এসব সমস্যার সমাধান করতে হবে।’

মূল সড়কে ব্যাটারিচালিত রিকশা না চলে সে জন্য মালিক-শ্রমিকদের তিনি আহ্বান জানান। ঢাকা মহানগরে বাইরের রিকশা প্রবেশ করতে দেয়া হবে না বলেও জানান ডিএমপি কমিশনার।

পরিবহন খাতে চাঁদাবাজি করতে দেয়া হবে না বলে উল্লেখ করেন তিনি। পাশাপাশি কেউ চাঁদা দাবি করলে নিকটস্থ থানা বা পুলিশ ফাঁড়িতে জানানোর অনুরোধ জানান।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ