Views Bangladesh

Views Bangladesh Logo

১৪ লাখ তরুণের সেনাবাহিনীতে যোগদানের দাবি উত্তর কোরিয়ার

 VB  Desk

ভিবি ডেস্ক

বুধবার, ১৬ অক্টোবর ২০২৪

ত্তর কোরিয়া দাবি করেছে, চলতি সপ্তাহে ১৪ লাখেরও বেশি তরুণ দেশটির সেনাবাহিনী কোরিয়ান পিপলস আর্মিতে যোগ দিয়েছেন বা পুনরায় যোগদানে স্বেচ্ছাসেবী তালিকাভুক্ত হয়েছেন। তাদের মধ্যে শিক্ষার্থীদের পাশাপাশি রয়েছেন দেশটির প্রধান যুব সংগঠন যুবলিগের সদস্যরাও।

উত্তর কোরিয়ার আকাশে দক্ষিণ কোরিয়ার ড্রোন উড়ানো নিয়ে কোরীয় উপদ্বীপে উত্তেজনা তীব্র হওয়ায় সম্ভাব্য যুদ্ধ মোকাবেলায় তরুণদের সেনাবাহিনীতে যোগদানের আহ্বান জানায় দেশটি। এর মাত্র দুদিনের মাথায় বুধবার (১৬ অক্টোবর) রাষ্ট্রীয় বার্তা সংস্থা কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সির (কেসিএনএ) প্রতিবেদনে দাবি করা হয়, ১৪ ও ১৫ অক্টোবর দেশজুড়ে ১৪ লাখেরও বেশি যুবলীগের সদস্য এবং যুব ও শিক্ষার্থীরা স্বেচ্ছায় সেনাবাহিনীতে নাম লিখিয়েছেন।

কেসিএনএ’র দাবি, ‘ড্রোন অনুপ্রবেশের মাধ্যমে উত্তর কোরিয়ার সার্বভৌমত্ব লঙ্ঘনের গুরুতর উস্কানিমূলক কর্মকাণ্ডে জড়িত দক্ষিণ কোরিয়ার বদমাশদের নিশ্চিহ্ন করার লড়াইয়ে অংশ নিতে চান দেশের লাখ লাখ তরুণ’।

যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনা তৈরির প্রেক্ষিতে গত বছরও উত্তর কোরিয়ার মিডিয়ায় একই ধরনের দাবি করা হয়েছিল। তখন বলা হয়, নিউইয়র্কের বিরুদ্ধে যুদ্ধ করতে ১০ লাখের বেশি তরুণ নিজ থেকে সেনাবাহিনীতে যোগ দিয়েছেন। এই তরুণেরাই যুবলীগের হয়ে স্বেচ্ছাসেবকের কাজ করে আসছেন।

উত্তর কোরিয়ায় সমস্ত পুরুষদের জন্য দেশের প্রয়েজেনে বাধ্যতামূলকভাবে সামরিক বাহিনীতে যোগদানের নির্দেশনা কার্যকর রয়েছে অনেকদিন ধরেই।

রয়টার্স জানায়, গত সপ্তাহে সিউলের বিরুদ্ধে তার আকাশে ড্রোন পাঠিয়ে উত্তর কোরিয়া বিরোধী লিফলেট ছড়ানোর অভিযোগ তোলে পিয়ংইয়ং। এরপর মঙ্গলবার (১৫ অক্টোবর) দুপুরের দিকে দুই কোরিয়ার মধ্যে দিয়ে চলে যাওয়া সুরক্ষিত পশ্চিম সীমান্ত শহর কায়েসোংয়ের পাশে দক্ষিণের সঙ্গে সংযুক্ত আন্তঃকোরিয়ান সড়ক ও রেললাইনের উত্তরের কিছু অংশে বিস্ফোরণ ঘটিয়ে উড়িয়ে দেয়। জবাবে দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী সতর্কতামূলক গুলি ছুড়লে উত্তেজনাে আরও বেড়ে যায়।

সিউল প্রাথমিকভাবে ড্রোন পাঠানোর কথা অস্বীকার করলেও পিয়ংইয়ং দাবি করেছে, এই অভিযানে কর্মকর্তাদের জড়িত থাকার 'সুস্পষ্ট প্রমাণ' তাদের কাছে রয়েছে। এএফপি জানায়, আরও যেকোনো ড্রোন উড়ানকে যুদ্ধ ঘোষণা হিসাবে বিবেচনা করা হবে বলে সতর্ক করে সীমান্তে সৈন্যদের গুলি চালানোর প্রস্তুতি নেওয়ারও নির্দেশ দিয়েছে উত্তর কোরিয়া। পিয়ংইয়ং বলেছে, দক্ষিণাঞ্চলের সরকারবিরোধী কর্মীদের পাঠানো বেলুনের জবাবে এই ‘যুদ্ধ প্রস্তুতি’ তাদের।

সাম্প্রতিক ড্রোন উড়ানের পেছনে কারা রয়েছে, তা এখনও স্পষ্ট না হলেও দক্ষিণ কোরিয়ার সক্রিয় কর্মীরা গত মে মাস থেকে সীমান্তের ওপর দিয়ে পিয়ংইয়ং সরকারবিরোধী লিফলেট বহনকারী ময়লাভর্তি বেলুন ছুড়ে মারছিলেন। এ কৌশল উত্তর কোরিয়াকে ক্ষুব্ধ করে এবং দক্ষিণে আবর্জনা বহনকারী বেলুন দিয়ে বোমা বর্ষণ করে প্রতিক্রিয়া জানায় দেশটি। এ নিয়ে আন্তঃসীমান্তে প্রায়ই সংঘর্ষ বেধে যাচ্ছে। যা এখন দীর্ঘ দিন ধরে বিবদমান দুই প্রতিবেশির ফের যুদ্ধে জড়ানোর দিকে ঠেলে দিচ্ছে বলেও শঙ্কা করা হয়েছে এএফপি’র প্রতিবেদনে।

কেসিএনএ-এর প্রতিবেদনেও বলা হয়েছে, ‘যদি যুদ্ধ শুরু হয়, তাহলে দক্ষিণ কোরিয়া মানচিত্র থেকে মুছে যাবে। তারা যদি যুদ্ধ চায়, তাহলে আমরা তাদের অস্তিত্বের ইতি টানতে প্রস্তুত’।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ