Views Bangladesh Logo

নির্বাচন নিয়ে বিদেশিরা কী বলে তা নিয়ে আমরা চিন্তিত নই: ইসি আলমগীর

 VB  Desk

ভিবি ডেস্ক

বিদেশিরা কী বলছে তা তদারকি করা নির্বাচন কমিশনের কাজ নয় বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার মোঃ আলমগীর। দ্বাদশ জাতীয় নির্বাচন অবাধ ও সুষ্ঠু হয়নি বলে দাবি করা কয়েকটি পশ্চিমা দেশের বক্তব্যের জবাবে তিনি এসব কথা বলেন।

মঙ্গলবার (৯ জানুয়ারি) আগারগাঁওয়ের নির্বাচন ভবনে তার কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ইসি আলমগীর বলেন, "অন্যরা কী বলে তা বিবেচনা করার এটা সময় নয়। এটা আমাদের কাজের পরিধির মধ্যেও পড়ে না।"

এদিকে আজ পৃথক বিবৃতিতে বাংলাদেশের নির্বাচন নিয়ে নেতিবাচক মন্তব্য করে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য। মার্কিনীরা জানায়, নির্বাচন অবাধ ও সুষ্ঠু হয়নি। যুক্তরাজ্যও বলছে নির্বাচন প্রক্রিয়া ত্রুটিপূর্ণ ছিল।


মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ