Views Bangladesh Logo

উচ্চ মাধ্যমিক পরীক্ষা পেছানোর বিজ্ঞপ্তিটি ভুয়া

ফেসবুকে ছড়িয়ে পড়া উচ্চ মাধ্যমিক পরীক্ষা পেছানোর বিজ্ঞপ্তিটি ভুয়া বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। ঢাকা শিক্ষা বোর্ডের নামে ছড়ানো বিজ্ঞপ্তিতে উচ্চমাধ্যমিক পরীক্ষা এক মাস পেছানোর কথা উল্লেখ করা হয়।

ছড়িয়ে পড়া বিজ্ঞপ্তিটির কোনো ভিত্তি নেই বলে জানিয়েছেন শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের।

তিনি বলেন, পরীক্ষা পেছানোর বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। সূচি অনুযায়ী আগামী ৩০ জুন এইচএসসি ও সমমান পরীক্ষা অনুষ্ঠিত হবে।

কোভিড-১৯ মহামারীর কারণে এপ্রিলে এইচএসসি পরীক্ষা নেয়ার দীর্ঘদিনের সূচি এলোমেলো হয়ে যায়। এই সূচি ধীরে ধীরে আগের ধারায় নিয়ে আসার চেষ্টা করছে সরকার।

গত বছর আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি জুনের দ্বিতীয় সপ্তাহে ২০২৪ সালের এইচএসসি পরীক্ষা নেয়ার পরিকল্পনা জানিয়েছিল। কিন্তু পরে তা দুই সপ্তাহ পিছিয়ে দেয়া হয়।

এ বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষা ২০২৪ সালের পুনর্বিন্যাস করা পাঠ্যসূচি অনুযায়ী নেয়া হবে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ