জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তির আবেদন শুরু
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তির আবেদন আজ ২১ জানুয়ারি থেকে শুরু হয়েছে। আবেদন প্রক্রিয়া ২৮ ফেব্রুয়ারি রাত ১২টা পর্যন্ত চলবে এবং ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ৩ মে।
গতকাল বিশ্ববিদ্যালয়ের উপ-রেজিস্ট্রার মো. আবুল কাসেম স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রার্থীদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি ওয়েবসাইটে আবেদন ফরম পূরণ করতে হবে এবং ৭০০ টাকা প্রাথমিক আবেদন ফি ২ মার্চের মধ্যে আবেদনকৃত কলেজে জমা দিতে হবে।
ভর্তি পরীক্ষা ১০০ নম্বরের এমসিকিউ পদ্ধতিতে অনুষ্ঠিত হবে, যেখানে ১০০টি প্রশ্নের উত্তর ১ ঘণ্টায় দিতে হবে। পরীক্ষার ফল, এসএসসি ও এইচএসসি পরীক্ষার জিপিএ যোগ করে ২০০ নম্বরের মেধা তালিকা তৈরি করা হবে।
পরীক্ষার্থীদের প্রবেশপত্র ও এইচএসসি রেজিস্ট্রেশন কার্ড সঙ্গে নিয়ে পরীক্ষা কেন্দ্রে উপস্থিত হতে হবে। পরীক্ষার হলে সায়েন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করা যাবে, তবে মোবাইল ফোন ও অন্যান্য ইলেকট্রনিক ডিভাইস আনা নিষিদ্ধ।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে