ভারত-পাকিস্তান সংঘাত যেকোনো সময় পরমাণু যুদ্ধে রূপ নিতে পারে: খাজা আসিফ
ভারত-পাকিস্তান সংঘাত যেকোনো সময় পরমাণু যুদ্ধে রূপ নিতে পারে বলে সতর্ক করেছেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ। তিনি বলেছেন, পাকিস্তান ও ভারতের মধ্যে পরমাণু যুদ্ধের সম্ভাবনা স্পষ্টভাবে রয়েছে। দুই দেশের মধ্যে কোনো উত্তেজনাপূর্ণ অচলাবস্থা তৈরি হলে যে কোনো সময় এই যুদ্ধ শুরু হতে পারে।
পাকিস্তানের সংবাদ মাধ্যম জিও নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, যদি ভারত এই অঞ্চলে পূর্ণমাত্রার যুদ্ধ চাপিয়ে দেয় এবং এমন কোনো পরিস্থিতি তৈরি হয় যেখানে অচলাবস্থা সৃষ্টি হয়, তাহলে যে কোনো সময় পরমাণু যুদ্ধ শুরু হতে পারে।
খাজা আসিফ বলেন, যদি তারা (ভারত) এই বিষয়টিকে আরও উসকে দেয় এবং এমন কোনো যুদ্ধের সম্ভাবনা দেখা দেয় যেখানে উভয় পক্ষ থেকে পরমাণু অস্ত্র ব্যবহারের ইঙ্গিত থাকে, তাহলে তার সম্পূর্ণ দায়ভার ভারতের ওপরই থাকবে।
ভারত ও পাকিস্তান দুই দেশের কাছেই তুলনামূলক পারমাণবিক অস্ত্রভাণ্ডার রয়েছে। ভারতের কাছে ১৭২টি এবং পাকিস্তানের কাছে ১৭০টি পারমাণবিক অস্ত্র রয়েছে।
এদিকে ভারতের হামলার পর প্রতিবেশী দেশটিতে পাল্টা হামলা চালাতে সেনাবাহিনীকে অনুমতি দিয়েছে পাকিস্তানের জাতীয় নিরাপত্তা কমিটি (এনএসসি)।
বুধবার (৭ মে) এক বৈঠকের পর সেনাবাহিনীকে ‘যে কোনো সময়, স্থান এবং পদ্ধতিতে’ ব্যবস্থা গ্রহণের এই অনুমতি দেয়া হয়।
গত রাতে পাকিস্তানের বিভিন্ন এলাকায় ভারতীয় সেনাবাহিনীর আঘাতের পর এই সিদ্ধান্ত আসে।
পাকিস্তানের পক্ষ থেকে এই হামলায় ২৬ জন বেসামরিক নাগরিক নিহত এবং কিছু বেসামরিক অবকাঠামোর ক্ষতির কথা জানানো হয়েছে। তবে ভারত ব্যাপক ক্ষয়ক্ষতির দাবি করেছে।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে