Views Bangladesh Logo

স্টার সিনেপ্লেক্সে বাড়লো ‘দাগি’র শো, কমলো ‘বরবাদ’র

দ উপলক্ষে দেশের প্রেক্ষাগৃহে ছয়টি সিনেমার প্রদর্শনী চলছে। এগুলো হলো—‘বরবাদ’, ‘দাগি’, ‘জংলি’, ‘জ্বীন-৩’, ‘চক্কর’ ও ‘অন্তরাত্মা’। সিনেমাগুলো নিয়ে দর্শকদের বিপুল উন্মাদনা দেখা যাচ্ছে। অধিকাংশ সিনেমাই তীব্র প্রতিযোগিতার মুখে পড়েছে। এরই মধ্যে স্টার সিনেপ্লেক্সে সিনেমাগুলোর শো সংখ্যা নিয়ে কিছু পরিবর্তন এসেছে।

স্টার সিনেপ্লেক্স সূত্রে জানা গেছে, ঈদের প্রথম চার দিনে শাকিব খান অভিনীত ‘বরবাদ’ সিনেমার শো ছিল ৩৪টি, যা পঞ্চম দিন থেকে কমিয়ে ২৬টিতে আনা হয়েছে। অন্যদিকে, একই সময়ে ‘দাগি’ সিনেমার শো ছিল ২১টি, যা পঞ্চম দিন থেকে বেড়ে ২৪টিতে উন্নীত হয়েছে।

স্টার সিনেপ্লেক্সের জ্যেষ্ঠ বিপণন কর্মকর্তা মেজবাহ আহমেদ এ বিষয়ে বলেন, “ঈদের সিনেমাগুলোর প্রায় সবই ভালো চলছে। শো বাড়ানো বা কমানোর বিষয়টি দর্শকদের চাহিদার ওপর নির্ভর করে। দর্শক বেশি হলে শো বাড়ে, কম হলে শোও কমে। আমাদের ওয়েবসাইটে শো-সংক্রান্ত সব তথ্য রয়েছে।”

‘দাগি’ সিনেমার প্রযোজক শাহরিয়ার শাকিল গণমাধ্যমে জানান, প্রথম দিন থেকেই দর্শকের কাছ থেকে ভালো সাড়া পাচ্ছি। চতুর্থ দিন পর্যন্ত স্টার সিনেপ্লেক্সের সব শাখায় ‘দাগি’ হাউসফুল ছিল। এজন্যই আমি সিনেমাটিকে সুপারহিট বলে দাবি করছি। তবে ‘বরবাদ’ ও ‘জংলি’ সিনেমাও ভালো করছে। আমি চাই দর্শক সব সিনেমাই দেখুক।

ঈদের ছুটির পরও সিনেমাগুলোর বক্স অফিস কেমন পারফর্ম করে, সেটাই এখন দেখার বিষয়।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ