Views Bangladesh Logo

উপব্যবস্থাপনা পরিচালক হিসেবে নুরুল হুদার আইসিবিতে যোগদান

Press Release

প্রেস রিলিজ

র্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের এক প্রজ্ঞাপনের মাধ্যমে মো. নূরুল হুদাকে উপব্যবস্থাপনা পরিচালক পদে পদোন্নতি প্রদানপূর্বক ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ (আইসিবি)-এ ন্যস্ত করা হয়েছে।

উপব্যবস্থাপনা পরিচালক পদে পদোন্নতি প্রাপ্তির পূর্বে তিনি অগ্রণী ব্যাংক পিএলসির মহাব্যবস্থাপক হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি ১৯৯৬ সালে সিনিয়র অফিসার হিসেবে অগ্রণী ব্যাংকে তার কর্মজীবন শুরু করেন। কর্মজীবনে তিনি অগ্রণী ব্যাংক পিএলসির কেন্দ্রীয় হিসাব বিভাগ, প্রকল্প ঋণ, তহবিল ও ঝুঁকি ব্যবস্থাপনা বিভাগসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ কর্পোরেট শাখা ও সার্কেল প্রধান হিসেবে সততা ও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করেন।

তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ফাইন্যান্স এন্ড ব্যাংকিং ডিপার্টমেন্ট থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন এবং পরবর্তীতে একই বিশ্ববিদ্যালয় থেকে মার্কেটিং বিভাগ থেকে ইএমবিএ ডিগ্রি অর্জন করেন। তিনি বিভিন্ন প্রশিক্ষণ কর্মশালায় ঝুঁকি ব্যবস্থাপনা, তহবিল ব্যবস্থাপনাসহ গুরুত্বপূর্ণ বিষয়ে স্পিকার হিসেবে সেশন পরিচালনা করেন। এছাড়াও তিনি দেশে এবং বিদেশে বিভিন্ন প্রশিক্ষণ কর্মসূচিতে অংশগ্রহণ করেন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ