Views Bangladesh Logo

পেনশন স্কিম

বৃহস্পতিবার শিক্ষকদের সঙ্গে বসবেন ওবায়দুল কাদের

 VB  Desk

ভিবি ডেস্ক

প্রত্যয় পেনশন স্কিমে অন্তর্ভুক্তি বাতিলের দাবিতে পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের ধর্মঘট তৃতীয় দিনের মতো চলমান। এ অবস্থায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের জানিয়েছেন বৃহস্পতিবার (৪ জুলাই) বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের নেতাদের সঙ্গে বৈঠকে বসবেন তিনি।

বুধবার (৩ জুলাই) ফেডারেশনের মহাসচিব ও ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক নিজামুল হক ভূঁইয়া এ কথা জানান।

তিনি আরও বলেন, বৃহস্পতিবার (৪ জুলাই) সকালে বৈঠকের বিষয়ে ওবায়দুল কাদের তাদের সঙ্গে কথা বললেও এখনও সময় নির্ধারণ করা হয়নি।

আন্দোলন চলবে কিনা জানতে চাইলে তিনি বলেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা কাজে ফিরবেন না।

প্রত্যয় প্রকল্পে অন্তর্ভুক্তির প্রতিবাদে গত সোমবার (১ জুলাই) অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা।

এই কর্মবিরতির অংশ হিসেবে দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে নিয়মিত, সান্ধ্যকালীন প্রফেশনাল, অনলাইন ও অফলাইন প্রোগ্রামসহ সব ধরনের ক্লাস-পরীক্ষা বন্ধ রয়েছে।

একাডেমিক কার্যক্রম ছাড়াও চেয়ারম্যান অফিস, হল প্রভোস্ট অফিস, গবেষণা কেন্দ্র, ইনস্টিটিউট, কেন্দ্রীয় গ্রন্থাগার, ডিন অফিস, কম্পিউটার ল্যাব ও সেমিনার কক্ষসহ প্রশাসনিক অফিসগুলো বন্ধ রাখা হয়েছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ