Views Bangladesh Logo

ওবায়দুল কাদেরের পালিত পুত্র হিরু আটক

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যা মামলার আসামি আসাদুজ্জামান হিরুকে গ্রেপ্তার করেছে গুলশান থানা পুলিশ। নিজেকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের পালিত পুত্র হিসেবে পরিচয় দিতেন হিরু।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) সকালে হিরুকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তৌহিদ আহমেদ।

প্রাথমিকভাবে জানা যায়, গত ৫ আগস্ট পরবর্তী বাড্ডা থানায় দায়ের করা মামলায় আসাদুজ্জামান হিরুকে গ্রেপ্তার করা হয়। গোপন তথ্যের ভিত্তিতে গুলশান থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে বাড্ডা থানা পুলিশের কাছে হস্তান্তর করে।

এ বিষয়ে বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম ভিউজ বাংলাদেশকে জানান, আসাদুজ্জামান হিরুকে রিমান্ডে নেয়ার জন্য আদালতে হাজির করা হবে।


মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ