পরীমনিকে বাধা সবার জন্যই ভীতিকর, প্রতিবাদও করতে হবে একসঙ্গেই: অর্চিতা স্পর্শিয়া
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের কুইন্স থিয়েটারে সম্প্রতি শেষ হওয়া ‘২৩তম ঢালিউড ফিল্ম অ্যান্ড মিউজিক অ্যাওয়ার্ড’ জিতেছেন মেধাবী অভিনেত্রী অর্চিতা স্পর্শিয়া। ‘নূর’ নাটকে অভিনয়ের জন্য ‘সেরা নাটকের অভিনেত্রী' পুরস্কার পেয়েছেন তিনি। ভিউজ বাংলাদেশকে এ অর্জনের অনুভূতি জানিয়েছেন অর্চিতা স্পর্শিয়া। কথা বলেছেন তার এখনকার ও আগামীর কাজসহ ইন্ডাস্ট্রির অবস্থা সম্পর্কেও। এখনো নিউইয়র্কে রয়েছেন অর্চিতা স্পর্শিয়া। মোবাইল ফোনে তার বিশেষ সাক্ষাৎকারটি নিয়েছেনফারজানা সারজিন অর্চি।
ভিউজ বাংলাদেশ: ঢালিউড ফিল্ম অ্যান্ড মিউজিক অ্যাওয়ার্ড পেয়ে আপনার অনুভূতি কেমন?
অর্চিতা স্পর্শিয়া: অ্যাওয়ার্ডটি পুরোনো এবং প্রেস্টিজিয়াস। এটি পেয়ে অন্যরকম ভালো লাগা কাজ করছে। বেশি ভালো লেগেছে অ্যাওয়ার্ডটি আমি ‘নূর’ নাটকের জন্য পেয়েছি। নাটকটি আমার কাছে খুবই ভালোবাসার একটি কাজ। সো, আই অ্যাম গ্রেটফুল।
ভিউজ বাংলাদেশ: সর্বশেষ কাজ ‘সুইট ফ্যামিলি’ নাটকে কেমন সাড়া পেলেন?
অর্চিতা স্পর্শিয়া: অনেক ভালো সাড়া পেয়েছি। দশ মিলিয়নেরও বেশি ভিউ হয়ে গেছে। কিছুদিনের মধ্যে হয়তো ২০ মিলিয়ন ছাড়াবে। আমার সঙ্গে সহশিল্পী হিসেবে আছেন মুশফিক আর ফারহান। কাজটি আমরা অনেক যত্ন নিয়ে করেছি। দর্শকরাও দেখে প্রশংসা করেছেন।
ভিউজ বাংলাদেশ: সিনেমাতে আবার কবে দেখা যাবে?
অর্চিতা স্পর্শিয়া: সিনেমাতে আমাকে একটু দেরিতে দেখতে পাবেন। আমার একটি ছবির শুটিং ছিল গত বছর। কিন্তু দেশের পরিস্থিতিতে কাজটি পিছিয়ে গেছে। এ বছর হয়তো শুট শুরু হবে। সেক্ষেত্রে হয়তো বছরের শেষভাগে সিনেমাটি মুক্তি পাবে।
অর্চিতা স্পর্শিয়া: বর্তমান শোবিজ ইন্ডাস্ট্রি নিয়ে আপনার প্রত্যাশা কী?
ভিউজ বাংলাদেশ: দেশ-বিদেশের যে কোনো ইন্ডাস্ট্রিতেই গুড কনটেন্ট হয়, ব্যাড কনটেন্ট হয়। কিছু হয়তো আমাদের রুচিসম্মত হয়, আবার কিছু হয় না৷ সেগুলো আবার অন্য দর্শকদের রুচিসম্মত হয়। এবার আমি অনেক বছর পর নাটকে কাজ শুরুর পর দেখলাম, অনেক নতুন মুখ এসেছেন অভিনয় এবং নির্মাণে। অনেক ভালো ভালো নতুন গল্প পড়েছি, নাটক নির্মাণেও অনেক নতুনত্ব এসেছে। তো আমি আমাদের ইন্ডাস্ট্রি নিয়ে অনেক বেশি আশাবাদী। দেখা যাক, সামনের দিনগুলোতে কী হয়!
ভিউজ বাংলাদেশ: চিত্রনায়িকা হওয়ায় সম্প্রতি বাধার মুখে টাঙ্গাইলে একটি শোরুমের উদ্বোধন করতে পারেননি পরীমনি। এর আগে মেহজাবিন চৌধুরীও একই কারণে চট্টগ্রামে শোরুম উদ্বোধন করতে পারেননি। বিষয়টিকে আপনি কীভাবে দেখছেন?
অর্চিতা স্পর্শিয়া: আমরা শিল্পীরা কাজ করি সবার জন্য। সেসব কাজ সবাই দেখেনও। কিন্তু তাদেরই অনেকে আমাদের বাইরের সামাজিক কাজে যেতে বাধা দেন। বিষয়টি শুধু সব শিল্পীই নয়, অন্য সবার জন্যই অনেক বেশি ভীতিকর। তাই, সবারই উচিত প্রতিবাদ করা। এখনই যদি এর বিরুদ্ধে আওয়াজ তুলতে না পারি, তাহলে ভবিষ্যতে হয়তো আর এর প্রতিকার করা যাবে না।
আমরা শিল্পীরা অনেক সময় সাহসের অভাবে এসব বিষয়ে প্রতিবাদ করতে পারি না। কিন্তু পরীমনি সব সময়ই প্রতিবাদ করেন। তার প্রতিবাদ করার এই সৎসাহসকে আমি সাধুবাদ জানাই।
ভিউজ বাংলাদেশ: সামনে নতুন কোনো কাজ কী আসছে?
অর্চিতা স্পর্শিয়া: হ্যাঁ, সামনের ভ্যালেন্টাইনে আমার দুটি নাটক আসতে চলেছে। এর একটি ‘পায়েল’ নাটকে আমার সহশিল্পী থাকছেন খায়রুল বাসার। অন্যটি ‘শেষটা তুমি’র সহশিল্পী মুশফিক আর ফারহান।
ভিউজ বাংলাদেশ: দেশে কবে ফিরছেন?
অর্চিতা স্পর্শিয়া: ফেব্রুয়ারিতে ফিরব। নতুন নাটক দুটির কাজ করব। সেগুলোর প্রমোশনের কাজ রয়েছে, ডাবিংও বাকি। ঈদের নাটকের কাজও শুরু করব।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে