Views Bangladesh

Views Bangladesh Logo

দানার দাপটের মধ্যেই জন্ম হলো ১,৬০০ শিশুর

 VB  Desk

ভিবি ডেস্ক

শুক্রবার, ২৫ অক্টোবর ২০২৪

একদিকে বয়ে যাচ্ছে ঘূর্ণিঝড় দানা, অন্যদিকে প্রকৃতির দাপটের মাঝেই ওড়িশায় জন্ম নিলো ১,৬০০ শিশু। দানার আঘাত থেকে নিরাপদে রাখতে আগেই ৪,৪৩১ জন গর্ভবতী নারীকে রাজ্যের বিভিন্ন মাতৃ ও স্বাস্থ্যকেন্দ্রে সরিয়ে আনা হয়েছিল। তাদের মধ্যেই গত দুদিনে নিরাপদে ১,৬০০ নবজাতকের জন্ম হয়েছে।

সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, ঘূর্ণিঝড় দানা ওড়িশার উপকূলে আঘাত হানার সঙ্গে সঙ্গেই প্রচণ্ড বাতাস ও ভারী বৃষ্টিপাত শুরু হয়েছে। ঘূর্ণিঝড়টি রাত ১২টার পর কেন্দ্রপাড়া জেলার ভিতরকানিকা ও ভদ্রকের ধামরার মাঝামাঝি স্থানে আঘাত হানে, এসময় বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় ১১০ কিলোমিটার।

ওড়িশা সরকার জানিয়েছে, এ পর্যন্ত মোট ৫ লাখ ৮৪ হাজার মানুষকে নিরাপদে সরিয়ে এনে ৬,০০৮টি আশ্রয়কেন্দ্রে রাখা হয়েছে। সহায়তার জন্য ২৯২টি মেডিকেল টিম ও ১৫৫টি পশুচিকিৎসা দলও মোতায়েন করা হয়েছে।

ওড়িশার তথ্য ও জনসংযোগ বিভাগ মুখ্যমন্ত্রীর বরাতে এক্সে পোস্ট করে জানিয়েছে, গত দুই দিনে মায়েদের নিরাপত্তার জন্য স্থানান্তর করা হয়েছিল, তাদের মধ্যে ১,৬০০ জন নিরাপদে সন্তান জন্ম দিয়েছেন।

রাজ্য সরকার জানায়, ঘূর্ণিঝড় দানার প্রভাব মোকাবিলায় তারা পুরোপুরি প্রস্তুত ছিল। মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সঙ্গে টেলিফোনে আলোচনা করে জরুরি প্রস্তুতির কথা জানান।

অন্যদিকে কর্মকর্তারা জানিয়েছেন, ঘূর্ণিঝড় দানার প্রভাবে উপকূলে স্বাভাবিক জোয়ারের চেয়ে এক থেকে দেড় মিটার উঁচু জলোচ্ছ্বাসের সম্ভাবনা রয়েছে।


মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ