Views Bangladesh

Views Bangladesh Logo

বুধবার থেকে স্বাভাবিক সময়সূচিতে চলবে সব অফিস

 VB  Desk

ভিবি ডেস্ক

মঙ্গলবার, ৩০ জুলাই ২০২৪

গামীকাল বুধবার থেকে দেশের সব অফিস স্বাভাবিক সময়সূচি অনুযায়ী চলবে বলে জানিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

মঙ্গলবার (৩০ জুলাই) দুপুরে জনপ্রশাসন মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগ থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামীকাল ৩১ জুলাই বুধবার হতে সব অফিস স্বাভাবিক সময়সূচি অনুযায়ী চলবে।

প্রসঙ্গত, কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সহিংসতার ঘটনায় সারাদেশে উদ্ভূত পরিস্থিতি সৃষ্টি হয়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দেশে সেনাবাহিনী মোতায়েনের সিদ্ধান্ত নেয় সরকার। সেই সঙ্গে জারি করা হয় কারফিউ। এসবের পাশাপাশি গত সপ্তাহে তিন দিন সাধারণ ছুটি ঘোষণা করে জনপ্রশাসন মন্ত্রণালয়। কারফিউ জারির পর পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করলে সময় কমিয়ে চালু করা হয় অফিস-আদালত। আর এ সপ্তাহের রবিবার থেকে আজ মঙ্গলবার পর্যন্ত অফিস চলছে সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ