ভারত-বাংলাদেশ ট্রেন চলাচল নিয়ে বৈঠকে দুই দেশের কর্মকর্তারা
গত বছরের রাজনৈতিক পট পরিবর্তনের কারণে জুলাই থেকে বন্ধ ভারত-বাংলাদেশ ট্রেন চলাচল। এরইমধ্যে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়ায় পুনরায় রেল চালুর দাবি জানিয়েছেন দুই দেশের নাগরিকরা। এসবের পরিপ্রেক্ষিতে সোমবার (২০ জানুয়ারি) থেকে ভারতের দিল্লিতে তিন দিনের বৈঠকে বসছেন দুই দেশের রেলের কর্মকর্তারা। বৈঠকে আন্তঃদেশীয় ট্রেন চলাচলের বিষয়টি অগ্রাধিকার পাবে বলে জানিয়েছে ভারতের রেল প্রশাসন।
বৈঠকে বাংলাদেশের পক্ষে যোগ দিয়েছে রেল মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব জিয়াউল হকের নেতৃত্বে একটি প্রতিনিধি দল। রেলওয়ে জানিয়েছে, ভারতের সঙ্গে পাঁচটি এজেন্ডা নিয়ে বৈঠক হবে। এর মধ্যে আন্তঃদেশীয় ট্রেনগুলো চলাচলের বিষয়টি অগ্রাধিকার পাবে।
গত বছরের ১৭ জুলাই ‘মিতালী এক্সপ্রেস’ ট্রেনটি ভারতের ‘নিউ জলপাইগুড়ি’ থেকে ‘ঢাকা ক্যান্টনমেন্ট’ স্টেশনে পৌঁছায়। ট্রেনটি পরদিন ঢাকা থেকে ছেড়ে যাওয়ার কথা থাকলেও রাজনৈতিক অস্থিরতায় তা সম্ভব হয়নি। একইভাবে বন্ধ করে দেয়া হয় ঢাকা-কলকাতা রুটে চলা ‘মৈত্রী এক্সপ্রেস’ এবং খুলনা-কলকাতা রুটে চলা ‘বন্ধন এক্সপ্রেস’। এতে দুদেশের ভ্রমণকারীরা কোন ধরণের রেলসেবা পাচ্ছিলেন না। বিশেষ করে বাংলাদেশ থেকে যারা চিকিৎসার জন্য ভারতে যান, তারা পড়েছেন বিপাকে। তবে পরিষেবা শিগগির চালু হবে বলে মনে করছেন ভারতীয় রেলের কর্মকর্তারা।
অন্যদিকে, এতদিন যাত্রীবাহী ট্রেন চলাচল বন্ধ থাকলেও দুদেশের মধ্যে পণ্যবাহী ট্রেন নিয়মিত চলাচল করছে।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে