Views Bangladesh

Views Bangladesh Logo

বিজিবির পাহারায় তেলবাহী ট্রেন চলাচল শুরু

 VB  Desk

ভিবি ডেস্ক

শুক্রবার, ২৬ জুলাই ২০২৪

র্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) নিরাপত্তায় চট্টগ্রাম থেকে জ্বালানি তেলবাহী ট্রেন চলাচল শুরু হয়েছে।

চট্টগ্রাম রেলওয়ে স্টেশনের ব্যবস্থাপক মোহাম্মদ মনিরুজ্জামান এ বিষয়টি নিশ্চিত করেছেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ২৪টি তেলবাহী বগি নিয়ে প্রথম ট্রেনটি শুক্রবার (২৬ জুলাই) ভোর সাড়ে ৫টার দিকে ঢাকার উদ্দেশে ছেড়ে যায়। এর এক ঘণ্টা পর সকাল সাড়ে ৬টায় ১৬টি তেলবাহী বগি নিয়ে আরেকটি ট্রেন সিলেটের উদ্দেশে ছেড়ে যায়।

এ ছাড়াও আজ সকাল ১০টায় ১২টি তেলবাহী বগি নিয়ে তৃতীয় ট্রেনটি দোহাজারীর উদ্দেশে ছেড়ে যায়। আর বেলা ১১টায় ১২টি তেলবাহী বগি নিয়ে সর্বশেষ ট্রেনটি হাটহাজারীর উদ্দেশে ছেড়ে যায়।

এসব তেলবাহী ট্রেনের নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিটি ট্রেনে এক প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে বলেও জানা গেছে।

এ ব্যাপারে চট্টগ্রাম রেলওয়ে স্টেশনের ব্যবস্থাপক মোহাম্মদ মনিরুজ্জমান সংবাদমাধ্যমকে বলেন, ‘সারাদেশে নিরাপদ ও সময়মতো জ্বালানি সরবরাহ নিশ্চিত করতে আজ সকালে চট্টগ্রাম থেকে বেশ কয়েকটি তেলবাহী ট্রেন ছেড়ে গেছে।’

তিনি আরও বলেন, ‘তেলবাহী ট্রেন চলাচল শুরু হলেও যাত্রীবাহী ট্রেন চলাচল শুরুর বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি।


মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ