Views Bangladesh Logo

শাহ আমানতে ৯০ হাজার দিরহামসহ একজন আটক

 VB  Desk

ভিবি ডেস্ক

ট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ৯০ হাজার দিরহামসহ কায়সার হামিদ নামে একজনকে আটক করেছে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা (এনএসআই) এবং শুল্ক গোয়েন্দা ও তদন্ত বিভাগের (সিআইআইডি) সদস্যরা।

শুক্রবার (২৬ এপ্রিল) সন্ধ্যার দিকে বিমানবন্দর টার্মিনালের আন্তর্জাতিক এন্টি হাইজ্যাকিং গেট পার হওয়ার সময় জিজ্ঞাসাবাদের পর তাকে আটক করা হয়। এয়ার অ্যারাবিয়ার ‌‘জি৯৫২১’ ফ্লাইটে শারজাহ যাওয়ার কথা ছিল তার।

কায়সারের বাড়ি চট্টগ্রামের বোয়ালখালীতে। তার কাছ থেকে বাংলাদেশি টাকায় ২৭ লাখ টাকা বা ২৩ হাজার ৬৮৪ মার্কিন ডলার মূল্যমানের মুদ্রা উদ্ধার করা হয়।

শাহ আমানত বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন তাসলিম আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা যায়, কায়সারকে বিমানবন্দরের আন্তর্জাতিক অ্যান্টি হাইজ্যাকিং গেটে তল্লাশি করা হলে তার কাছে ৯০ হাজার দিরহাম পাওয়া যায়। এ সময় গোয়েন্দাদের জিজ্ঞাসাবাদে তিনি কোনো সদুত্তর দিতে পারেননি।

কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর জানিয়েছে, কায়সারের বিরুদ্ধে মানি লন্ডারিং আইনে পতেঙ্গা মডেল থানায় মামলা প্রক্রিয়াধীন।

প্রসঙ্গত, বৈদেশিক মুদ্রা নীতিমালা অনুযায়ী এক বছরে সর্বোচ্চ ১২ হাজার মার্কিন ডলার বা এর সমমূল্যের অন্য কোনো বৈদেশিক মুদ্রা বিদেশে নিতে পারেন একজন যাত্রী।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ