ওয়ান ব্যাংকের ৪৮তম উপশাখার উদ্বোধন
ওয়ান ব্যাংক পিএলসি চট্টগ্রামের আনোয়ারায় ব্যাংকের ৪৮তম ‘কাফকো সেন্টার উপশাখা’-এর আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করেছে।
বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) থেকে এ উপশাখার কার্যক্রম শুরু হয়।
এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও ইনচার্জ অপারেশনস্ ডিভিশন জনাব মো. জাহিদুল ইসলাম, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও হেড অফ রিটেইল ব্যাংকিং ডিভিশন জনাব মোহাম্মদ শহীদ উল হক, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও হেড অফ এসএমই বিজনেস জনাব আবদুস সামাদ এবং ভাইস প্রেসিডেন্ট ও ইনচার্জ এস্টাব্লিশমেন্ট ও সেন্ট্রাল সাপোর্ট ডিভিশন জনাব কাজী মোহাম্মদ ফোরকান উপশাখাটি উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ব্যাংকের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং অত্র এলাকার বিশিষ্ট ব্যবসায়ী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে