Views Bangladesh Logo

রাজধানীর বাড্ডায় ভবনে বিস্ফোরণ, নিহত ১

 VB  Desk

ভিবি ডেস্ক

রাজধানীর বাড্ডা এলাকায় একটি ভবনে বিস্ফোরণে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন। তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় পাওয়া যায়নি।

ফায়ার সার্ভিসের মিডিয়া উইংয়ের কর্মকর্তা তালহা বিন জসিম জানান, আজ বৃহস্পতিবার (৩০ মে) সকাল পৌনে ৭টার দিকে একটি তিনতলা ভবনের নিচতলায় এই বিস্ফোরণ হয়। খবর পেয়ে বারিধারা ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

তিনি বলেন, “আমরা প্রাথমিকভাবে ধারণা করছি, রান্নার গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে এই বিস্ফোরণ হয়েছে।”

তবে সঠিক কারণ নিশ্চিত হওয়ার জন্য ঘটনাটি নিয়ে তদন্ত করছে ফায়ার সার্ভিস ও পুলিশ।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ