Views Bangladesh Logo

এবার ওয়ান প্লাসের হ্যান্ডসেট উৎপাদন হবে বাংলাদেশে

বাংলাদেশে এবার হ্যান্ডসেট সংযোজন করতে যাচ্ছে ওয়ানপ্লাস। আর এই সংযোজন হবে দেশের গাজীপুরের ভোগড়া বাইপাস এলাকায় স্থাপিত বেনলি ইলেকট্রনিক এন্টারপ্রাইজের কারখানায়।

ওয়ান প্লাস ব্যান্ডের কোম্পানি ওয়ান প্লাস টেকনোলজি (শেনজেন) কোং লিমিটেড। এই কোম্পানির সঙ্গে বেনলি ইলেকট্রনিক এন্টারপ্রাইজ সংশ্লিষ্ট চুক্তিও সেরেছে। বেনলি ২০১৯ সালের সেপ্টেম্বরে স্থানীয়ভাবে মোবাইল হ্যান্ডসেট উৎপাদন বা সংযোজনকারী প্রতিষ্ঠান হিসেবে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের-বিটিআরসি এ ক্যাটাগির সনদ পায়।

বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা)তথ্য অনুয়ায়ী, বেনলি শতভাগ বিদেশি বিনিয়োগকারী প্রতিষ্ঠান। তারা এনবিআর হতে অপো, রিয়েলমি এবং ওয়ানপ্লাস ব্র্যান্ডের হ্যান্ডসেটের সংযোজনে ৭ দশমিক ৫ শতাংশের অতিরিক্ত মূল্য সংযোজন করে অব্যাহতি নিয়েছে।

এই কারখানায় ইতোমধ্যে অপো ও রিয়েলমি ব্র্যান্ডে হ্যান্ডেসেট সংযোজন করার বিষয়ে বেনলি ইলেক্ট্রনিক্সের কর্মকর্তারা বলছেন, ওয়ানপ্লাস হ্যান্ডসেট সংযোজনের জন্য তারা তাদের কারখানা বাড়িয়েছেন। নতুন জনবলও নিয়েছেন। এছাড়া এই ব্র্যান্ডের হ্যান্ডসেট বাজারজাতে ও আফটার সেলস সার্ভিসের জন্য আলাদা চ্যানেল লাইন-আপ করছেন।

বিটিআরসি বলছে, বাংলাদেশের মোবাইল হ্যান্ডসেটের চাহিদা ও আর্থ সামাজিক উন্নয়নের বিষয়টি মাথায় রেখেই বেনলিকে অপো, রিয়েলমির পাশাপাশি ওয়ানপ্লাস ব্র্যান্ডের হ্যান্ডসেট সংযোজনেও অনুমতি দেয়া হচ্ছে। দেশে কারখানা করা উল্লেখযোগ্য ব্র্যান্ডগুলো হলো স্যামসাং, আইটেল-ট্র্যানসান, নোকিয়া, শাওমি, সিম্ফনি, ফাইভস্টার, লাভা (বর্তমানে বেনকো), উইনস্টার, ভিভো, অপো, রিয়েলমি, ওয়ালটন, লিনেক্স, আরএফএল, মাইসেল ও ডিটিসি।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ