Views Bangladesh Logo

বাজেটে চলমান অর্থনৈতিক সংকটের প্রতিফলন নেই: সিপিডি

 VB  Desk

ভিবি ডেস্ক

লমান অর্থনৈতিক সংকট নিরসনে প্রয়োজনীয় পদক্ষেপগুলো ২০২৪-২৫ অর্থবছরের প্রস্তাবিত বাজেট নথিতে অনুপস্থিত বলে এক পর্যালোচনায় বলেছে সেন্টার ফর পলিসি ডায়লগ (সিপিডি)।

শুক্রবার (৭ জুন) বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত 'জাতীয় বাজেট ২০২৪-২৫: সিপিডির পর্যালোচনা' শীর্ষক অনুষ্ঠানে এসব কথা বলেন সংস্থাটির নির্বাহী পরিচালক ড. ফাহমিদা খাতুন।

তিনি বলেন, বাজেটে মূল্যস্ফীতি, জিডিপি প্রবৃদ্ধি ও বিনিয়োগের লক্ষ্যমাত্রা অত্যন্ত উচ্চাভিলাষী এবং বাস্তবসম্মত নয়।

তিনি জোর দিয়ে বলেন,বাজেটে অর্থনৈতিক সূচকের অনেক লক্ষ্যমাত্রা পূরণ হবে না। চলমান অর্থনৈতিক চ্যালেঞ্জ অনুধাবনে ব্যর্থ হয়ে বাজেটে চ্যালেঞ্জ মোকাবিলায় গৃহীত পদক্ষেপগুলো দুর্বল ও অপর্যাপ্ত বলেও উল্লেখ করেন তিনি।

ড. ফাহমিদা বলেন, 'বাজেটের সময়টি খুবই চ্যালেঞ্জিং। আমরা আশা করেছিলাম এই বাজেট খুবই উদ্ভাবনী হবে। এটিতে সৃজনশীলতা এবং কিছু সাহসী পদক্ষেপ থাকবে। কারণ গতানুগতিক বাজেট চ্যালেঞ্জিং অর্থনৈতিক সময়ে কোনো ধরনের সমস্যার সমাধান করতে পারবে না।’

তিনি বলেন, ‘নতুন বাজেট আমাদের কাছে আগের বাজেটের মতোই মনে হয়েছে। অর্থনীতিতে বর্তমান সমস্যা ও ঐতিহ্যগত সংকট দেখা দিয়েছে, তা সমাধানে এই বাজেট পর্যাপ্ত পদক্ষেপ বা দিক-নির্দেশনা দিতে পারেনি।’

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ