Views Bangladesh Logo

লাখো কৃষক-বিনিয়োগকারীকে যুক্ত করেছে ‘অনলাইন বীজ ব্যাংক’

বাংলাদেশের কৃষি প্রধান অঞ্চলে ভার্চুয়াল পরিবর্তন ঘটছে। তিন বছর আগে সরকারি কৃষি সম্প্রসারণ কর্মকর্তা তারিক মাহমুদুল ইসলাম ইন্টিগ্রেটেড ফার্ম মেকানাইজেশন প্রকল্পের পরিচালক হওয়ার পর তিনি একটি 'অনলাইন বীজ ব্যাংক' চালু করেন।

এই অনলাইন প্ল্যাটফর্ম কৃষির জন্য একটি নতুন যুগের পথ প্রশস্ত করছে। এতে যুক্ত আছেন এখন পর্যন্ত ৯৭ হাজারেরও বেশি বিনিয়োগকারী কৃষক।

তারিক মাহমুদুল ইসলামের চালু করা এই অনলাইন বীজ ব্যাংকটি এখন একটি ভার্চুয়াল মার্কেটপ্লেস হিসেবে বীজ বিতরণকারী কৃষকদের ও ছোট বিনিয়োগকারীদের মধ্যে যোগসূত্র স্থাপন করছে।

জানা গেছে, ময়মনসিংহের বাসিন্দা রাকিবুল হাসান সিয়াম এই গ্রুপের সদস্য। তিনি বীজের ছবি ফেসবুক পেইজে শেয়ার করেন। এ ছাড়াও ওই গ্রুপের আরেক সদস্য আনামি প্রকাশ মণ্ডল কৃষকদেরকে মধুখাঁটি বীজ এবং তরমুজের বীজ বিতরণ করেন, যিনি টাকা ছাড়াই আগে কৃষকদের বীজ দেন।

তা ছাড়াও ৪০০টিরও বেশি ডার্জিলিং অরেঞ্জ গাছ সরবরাহ করেছেন রাজশাহীর জোহা শেখ লিপটন। তার এমন পোস্ট দেখে অনেক উদ্যোগীরা আগ্রহ প্রকাশ করেছেন।

আরও জানা গেছে, এই অনলাইন প্ল্যাটফর্মটি তথ্য এবং সম্পদ বিনিময়ের ক্ষেত্রে সুযোগ দিয়ে থাকে।

এ প্রসঙ্গে মাহমুদুল ইসলাম বলেন, ভার্চুয়াল যুগে কৃষকরা, ছোট বিনিয়োগকারীরা পিছিয়ে থাকতে চায় না। ফেসবুক পেজটি কৃষি সম্প্রদায়ের মধ্যে জ্ঞান এবং উদারতার শক্তিকে প্রমাণ করে।

তিনি মনে করেন, এই অনলাইন প্ল্যাটফর্মটি কয়েক বছরের মধ্যে বীজ ব্যবসায় নেতৃত্ব দেবে। এই প্ল্যাটফর্ম ইতিমধ্যে প্রায় ১ লাখ কৃষক এবং বিনিয়োগকারীকে সংযুক্ত করেছে, যা প্রযুক্তিগত কৃষি ভূমির পরিস্থিতি পরিবর্তনের জন্য একটি উদ্দীপক হিসেবে কাজ করছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ