বাংলাদেশের জনগণকে ৬৮৫ বিশিষ্ট ভারতীয় নাগরিকের খোলা চিঠি
ভারতের সুপ্রিম কোর্টের সাবেক বিচারপতি, শিক্ষাবিদ, আমলা ও রাষ্ট্রদূতসহ ৬৮৫ জন বিশিষ্ট ব্যক্তিত্ব বাংলাদেশের জনগণের কাছে একটি খোলা চিঠি লিখেছেন। চিঠিতে বাংলাদেশের জনগণকে শান্তি ও বন্ধুত্বের পথে চলার আহ্বান জানানো হয়েছে।
চিঠিতে স্বাক্ষরকারীরা বলছেন, ‘দীর্ঘমেয়াদী ঘনিষ্ঠ এবং বিশ্বস্ত দ্বিপাক্ষিক সম্পর্ক উভয় দেশের নাগরিকদের স্বার্থেই প্রয়োজন। বিদ্বেষপূর্ণ প্রচার দ্বারা প্রভাবিত হওয়া পারস্পারিক সহযোগিতার ভিত্তিকে দুর্বল করে।’ সেই ফাঁদে পা না দেয়ার আহ্বান জানানো হয়েছে।
চিঠিতে লেখা হয়েছে, ‘ভারতের জনগণ বাংলাদেশের পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করছেন। সরকারী ও বেসরকারীভাবে দেশ জুড়ে জোরপূর্বক পদত্যাগের একটি ধারাবাহিক প্রক্রিয়া চলছে। বিচার বিভাগ, নির্বাহী বিভাগ (পুলিশ সহ), একাডেমিয়া এমনকি সংবাদমাধ্যমও এর বাইরে নেই। পুলিশ এখনও পূর্ণ শক্তিতে দায়িত্বে ফিরে আসেনি এবং সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি দেয়া সত্ত্বেও, স্বাভাবিকতা এখনও ফিরে আসেনি।’
চিঠিতে উল্লেখ করা হয়েছে, ‘বাংলাদেশের যেকোনো অস্থিরতাই ভারতের জন্য উদ্বেগজনক, কারণ বাংলাদেশের সঙ্গে ভারতের দীর্ঘ সীমান্ত রয়েছে।’
চিঠিতে বলা হয়েছে, ‘বাংলাদেশের অস্থির পরিস্থিতি সীমান্তের ওপারে ছড়িয়ে পড়তে পারে, সাম্প্রদায়িক সম্প্রীতিকে ব্যাহত করতে পারে এবং ভারতে গুরুতর আইন-শৃঙ্খলার সমস্যা তৈরি করতে পারে।’
৬৮৫ জন স্বাক্ষরকারীর মধ্যে ১৯ জন অবসরপ্রাপ্ত বিচারক, ৩৪ জন প্রাক্তন রাষ্ট্রদূত, কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর, আইআইটি এবং আইআইএম-এর পরিচালকসহ ৩০০ জন শিক্ষাবিদ রয়েছেন। এছাড়াও ১৩৯ জন প্রাক্তন আমলাসহ ইউপিএসসি চেয়ারম্যান, এনসিইআরটি চেয়ারম্যান, প্রধান নির্বাচন কমিশনার, পুলিশের মহাপরিচালক এবং আয়কর কমিশনাররা আছেন স্বাক্ষরকারীর তালিকায়। সশস্ত্র বাহিনীর ১৯২ জন অবসরপ্রাপ্ত কর্মকর্তা এবং ৩৫ জন সুশীল সমাজের ব্যক্তিও স্বাক্ষরকারীদের মধ্যে রয়েছেন।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে