নেত্রকোণার সেই বাড়িতে অ্যান্টিটেররিজম-সোয়াট ইউনিটের অভিযান চলছে
নেত্রকোনা সদর উপজেলার কাইলাটি ইউনিয়নের ভাসাপাড়া এলাকায় জঙ্গি আস্তানা সন্দেহে পুলিশের ঘিরে রাখা বাড়িটিতে অ্যান্টিটেররিজম-সোয়াট ইউনিটের অভিযান চলছে।
রোববার (৯ জুন) সকাল ৯টার দিকে ঘটনাস্থলে পৌঁছে বাড়িটিতে অভিযান শুরু করে পুলিশের কাউন্টার টেররিজম, অ্যান্টিটেররিজম ও সোয়াট ইউনিটের বিশেষ দল। এ অভিযানের নেতৃত্ব দিচ্ছেন অ্যান্টিটেররিজম ইউনিটের বোমা বিশেষজ্ঞ পুলিশ সুপার সানোয়ার হোসেন।
এ ব্যাপারে পুলিশ সুপার সানোয়ার হোসেন সংবাদমাধ্যমকে বলেন, বাড়িটি জঙ্গি প্রশিক্ষণ কেন্দ্র হিসেবে ব্যবহার করা হতো, এ বিষয়ে তাঁরা শতভাগ নিশ্চিত হয়েছেন। এক্সক্লুসিভ বেশ কিছু ডিভাইস পাওয়া গেছে। ২০১৭ সালে মোহাম্মদপুরে একটি জঙ্গি আস্তানায় অভিযান পরিচালনার সময় এ রকম কিছু ডিভাইস পাওয়া গিয়েছিল। এ ছাড়া বিস্ফোরক জাতীয় কিছু থাকতে পারে বলে জানান তিনি।
পুলিশের দাবি, ওই বাড়িতে জঙ্গি প্রশিক্ষণের জন্য ব্যবহার করা অস্ত্র ও বোমা আছে।
পুলিশ জানিয়েছে, সেটার ওপর ভিত্তি করে শনিবার দুপুর ১টার দিকে বাড়িটি ঘিরে ফেলে নেত্রকোনা সদর থানা পুলিশ এবং তারা সেখানে অভিযান চালিয়ে প্রশিক্ষণের কিছু সরঞ্জাম উদ্ধার করে।
গতকাল সন্ধ্যায় সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন নেত্রকোণার পুলিশ সুপার মো. ফয়েজ আহমেদ। এ প্রসঙ্গে তিনি জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পুলিশ শনিবার দুপুরে বাড়িটিতে অভিযান চালায়। এ সময় বাড়িটির একটি কক্ষে একটি বিদেশি পিস্তল, ১৭টি গুলি, প্রচুর পরিমাণ খেলনা পিস্তল, দুটি ওয়াকিটকি, একটি হাতকড়া, এক বস্তা জিহাদি বইসহ বিভিন্ন জিনিস পাওয়া গেছে।
এই পুলিশ কর্মকর্তা আরও জানান, বাড়িটির মালিক অবসরপ্রাপ্ত ইঞ্জিনিয়ার অধ্যাপক আব্দুল মান্নান। সন্দেহ করা হচ্ছে, গ্রামের নির্জন স্থানে বাড়িটি ভাড়া নিয়ে জঙ্গিরা কার্যক্রম চালিয়ে আসছে।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে