রেনো ১৩ সিরিজের স্মার্টফোন আনলো অপ্পো
স্মার্টফোন প্রযুক্তির নতুন দিগন্ত উন্মোচন করতে অপ্পো আনুষ্ঠানিকভাবে রেনো ১৩ সিরিজের ৪জি ও ৫জি মডেলের ফোন বাজারে এনেছে। এ উপলক্ষে রোববার (৯ ফেব্রুয়ারি) পূর্বাচলের শিমুলিয়া থেকে নরসিংদীর ঘোড়াশাল হয়ে শীতলক্ষ্যা নদীপথ ধরে গৌরনদী পর্যন্ত এক জমকালো রিভার ক্রুজ আয়োজন করা হয়।
গণমাধ্যম কর্মীদের অংশগ্রহণে আয়োজিত এই বিশেষ ইভেন্টে রেনো ১৩ সিরিজের অত্যাধুনিক ক্যামেরা, শক্তিশালী পারফরম্যান্স এবং নতুন ডিজাইনের নানা চমক তুলে ধরা হয়। কর্তৃপক্ষ জানায়, এই ফোনের মাধ্যমে কৃত্রিম বুদ্ধিমত্তার (AI) সাহায্যে ছবি ও ভিডিও সম্পাদনা যেমন সহজ হবে, তেমনি অফিসের কাজ হবে আরও স্বয়ংক্রিয় ও কার্যকর।
অপো বাংলাদেশের প্রোডাক্ট ট্রেইনিং ম্যানেজার এম এ রাকিব বলেন, একটি শূককিট থেকে যেমন দৃষ্টিনন্দন প্রজাপতি সৃষ্টি হয়, তেমনি রেনো ১৩ সিরিজ মডেলের ডিজাইনও প্রযুক্তিপ্রেমীদের মুগ্ধ করবে। বাটারফ্লাই শ্যাডো ও লুমিনাস লুপ ডিজাইন ব্যবহারের ফলে ফোনের রূপ আরও আকর্ষণীয় হয়ে উঠেছে। ফোনটি নাড়াচাড়া করলে উড়ন্ত প্রজাপতির মতোই প্রতিবিম্ব পড়বে। এটি শুধু সৌন্দর্য নয়, বরং শহুরে জীবনের গতিশীলতা ও ফ্যাশনের নিখুঁত সমন্বয় প্রকাশ করে। বিশেষ করে পানির নিচে ফটোগ্রাফি ও লাইভ ভিডিও ব্রডকাস্টিং-এর সক্ষমতা এই সিরিজের অন্যতম আকর্ষণ।
এম এ রাকিব বলেন, ফোনটি ২ মিটার পানির নিচে ৩০ মিনিট পর্যন্ত লাইভ ব্রডকাস্ট করতে পারবে। বিশেষ সেন্সর ব্যবহার করে এটি পানির ঘনত্ব অনুযায়ী ক্যামেরার আলো নিয়ন্ত্রণ করতে পারে, ফলে কম আলোর নিচে স্বচ্ছ ও উজ্জ্বল ছবি ধারণ করা সম্ভব।
ফোনটির আরও একটি ব্যতিক্রমী ফিচার হলো আগের ও পরের মুহূর্ত ধরে রাখার প্রযুক্তি। এর ফলে ক্যামেরার শাটার চাপার আগের ও পরের ১.৫ সেকেন্ড পর্যন্ত মুহূর্তগুলোও ক্যাপচার করা সম্ভব হবে, যা ফটোগ্রাফির অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করবে।
অপ্পো জানায়, নতুন সিরিজটির এফ ৪জি মডেল দুইটি রঙে—পাম পার্পল এবং গ্রাফাইট গ্রে আর ৫জি মডেল দুটি রঙে লুমিনাস ব্লু এবং প্লাম হোয়াইট—বাজারে আসছে।
রেনো ১৩ ৫জি স্মার্টফোনটি পাওয়া যাবে ৬৯ হাজার ৯৯০ টাকায়। আর রেনো ১৩ এফ ৪জি স্মার্টফোনটি পাওয়া যাবে ৩৪ হাজার ৯৯০ টাকায়।
অপো-ভক্তরা ৯ থেকে ১১ ফেব্রুয়ারি রেনো ১৩ সিরিজের ফোন প্রি-অর্ডার করতে পারবেন। প্রি-অর্ডারে অপো-ভক্তদের জন্য থাকছে অনলাইন লটারির মাধ্যমে বিশেষ বিশেষ উপহারসহ ড্রিম ট্রিপ জেতার সুযোগ। সাথে আরও রয়েছে, অপো ট্রাভেল ব্যাগ এবং ১০০% শিওর শট অপো সুপার শিল্ড কার্ডসহ নানা আয়োজন।
অনুষ্ঠানে অপ্পো বাংলাদেশের গণমাধ্যম মুখপাত্র নাজমুস সাকিব, অপাস-এর ব্যবস্থাপক আল আমিন মিজানুর রহমানসহ অপ্পো বাংলাদেশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে