রাজনৈতিক অঙ্গনকে দুর্বৃত্তমুক্ত করতে হবে: বদিউল আলম মজুমদার
নির্বাচন সংস্কার কমিশনের প্রধান ড. বদিউল আলম মজুমদার বলেছেন, ‘আমাদের রাজনৈতিক অঙ্গনকে দুর্বৃত্তমুক্ত ও পরিষ্কার করতে হবে। স্বৈরাচারী ফ্যাসিস্টরা যেন ফিরে এসে সংসদে আসন নিতে না পারেন’।
‘যেসব দুর্বৃত্ত মানুষ হত্যা করেছেন, যারা বিচারবহির্ভূত হত্যা করেছেন, যারা নানাভাবে জুলুম-নির্যাতন করেছে, যারা মানবতাবিরোধী অপরাধ করেছেন, তাদের কোনো রাজনৈতিক দলে অন্তর্ভুক্ত করা উচিত নয়। তারা যেন কোনো রাজনীতিতে ভূমিকা রাখতে না পারেন’- বলেন তিনি।
শনিবার (১৮ জানুয়ারি) বিকেলে কুমিল্লা বার্ডের ময়নামতি মিলনায়তনে সেমিনারে প্রধান অতিথি ছিলেন তিনি।
সেমিনারে বক্তব্য দেন সুপ্রিম কোর্ট ও হাইকোর্টের সিনিয়র আইনজীবী ব্যারিস্টার আবদুল্লাহ আল মামুন, বার্ডের অতিরিক্ত মহাপরিচালক ড. আব্দুল করিম, জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম।
কারিগরি মতামত দেন কুমিল্লা সিটি করপোরেশনের প্রকৌশলী আবু সায়েম মজুমদার, জাতীয় সমবায় ইউনিয়নের সহ সভাপতি অ্যাডভোকেট কাজী নাজমুস সাদাত, কুমিল্লা বাঁচাও মঞ্চের সভাপতি অ্যাড. গোলাম ফারুক ও সাধারণ সম্পাদক অ্যাড. মোতালেব হোসেন মজুমদার।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে