টঙ্গীতে কারখানার টিফিন খেয়ে শতাধিক শ্রমিক অসুস্থ
গাজীপুরের টঙ্গীতে একটি কারখানার টিফিন খেয়ে শতাধিক শ্রমিক অসুস্থ হয়েছেন। অসুস্থ শ্রমিকদের মধ্যে অনেককেই টঙ্গী সরকারি হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে টঙ্গীর সিংবাড়ি মোড় এলাকার বারাকা ফ্যাশন লিমিটেড নামক পোশাক কারখানায় এ ঘটনা ঘটে।
কারখানার শ্রমিকরা জানায়, বৃহস্পতিবার শ্রমিকদের ওভারটাইমে কাজ করানোর জন্য রাখা হয়। রাত ৮টার দিকে কারখানা কর্তৃপক্ষ তাদের টিফিন সরবরাহ করে। রাত সাড়ে ৮টার দিকে পোশাক শ্রমিকদের মাঝে টিফিন বিতরণ করা হলে এরপরই অসুস্থ হতে থাকেন শ্রমিকরা। রোগীর সংখ্যা বেশি হতে থাকায় কারখানার ভেতরে প্রাথমিক চিকিৎসা দিয়ে অসুস্থ শ্রমিকদের গুটিয়া ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়।
এ বিষয়ে বারাকা ফ্যাশন লিমিটেড কারখানার মানবসম্পদ বিভাগের কর্মকর্তা শাকিল আহমেদ বলেন, ‘শ্রমিকরা অসুস্থ হওয়ার পর কারখানার ভেতরেই তাদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। এরপর অসুস্থ শ্রমিকদের সংখ্যা বাড়লে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।’
এ ব্যাপারে গাজীপুর শিল্প পুলিশের পরিদর্শক (টঙ্গী জোন) ইসমাইল হোসেন বলেন, ‘অসুস্থদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। অনেকে প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছেন।’
এ ঘটনার সত্যতা নিশ্চিত করে টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসকান্দার হাবিবুর রহমান জানান, সম্ভবত ফুড পয়জনিংয়ের কারণে শ্রমিকরা অসুস্থ হয়ে পড়েছে।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে