Views Bangladesh

Views Bangladesh Logo

ভারতের কেরালায় আতশবাজি বিস্ফোরণে আহত দেড় শতাধিক

 VB  Desk

ভিবি ডেস্ক

মঙ্গলবার, ২৯ অক্টোবর ২০২৪

ভারতের কেরালায় একটি ধর্মীয় উৎসবে আতশবাজি বিস্ফোরণে ১৫০ জনেরও বেশি মানুষ আহত হয়েছেন। এই তথ্য জানিয়েছে স্থানীয় পুলিশ।

ভারতীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, সোমবার (২৮ অক্টোবর) গভীর রাতে কেরালার কাসারগোড জেলার অঞ্জুতাম্বালাম ভিরেকাভু মন্দিরে ধর্মীয় উৎসব চলাকালে এ দুঘটনা ঘটে।

এ ব্যাপারে দুঘটনার পরদিন(মঙ্গলবার) কাসারগোড জেলা কালেক্টর কে. ইনবাশেখর বলেন, গুরুতর আহত ব্যক্তিদের শরীরের প্রায় ৮০ শতাংশ পুড়ে গেছে।

তিনি আরও বলেন, ‘বিস্ফোরণের সঠিক কারণ তদন্তাধীন রয়েছে এবং ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করা হয়েছে।’

প্রাথমিক তদন্তে জানা গেছে, বিস্ফোরণস্থল এবং আতশবাজি মজুদের স্থান একে-অপরের খুব কাছাকাছি ছিল।

কালেক্টর বলেন, ‘নিরাপত্তা প্রোটোকলগুলি উপেক্ষা করা হয়েছিল। দুটি স্থানের মধ্যে ন্যূনতম ১০০ মিটার দূরত্ব বাধ্যতামূলক। এর উপর আতশবাজি সংরক্ষণের জন্য কোনো আনুষ্ঠানিক অনুমতি নেয়া হয়নি।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ