Views Bangladesh Logo

ঈদে নৌপথে ঢাকা ছাড়বে ২০ লাখের বেশি মানুষ

 VB  Desk

ভিবি ডেস্ক

সন্ন ঈদুল আজহা উপলক্ষ্যে এবার নৌপথে ২০ লাখেরও বেশি মানুষ ঢাকা ছাড়বে বলে আশঙ্কা করছেন বেসরকারি ও সরকারি সংস্থা এবং নদী পরিবহনের সঙ্গে সম্পৃক্তরা।

তারা আশা করছেন, আগামী বৃহস্পতিবার থেকে রোববার পর্যন্ত ঢাকা ও আশপাশের জেলাগুলো থেকে ২০ লাখের বেশি মানুষ উপকূলীয় জেলাগুলোতে যাতায়াত করবেন।

শিপিং অ্যান্ড কমিউনিকেশন রিপোর্টার্স ফোরাম (এসসিআরএফ) জানিয়েছে, ঈদুল আজহা উপলক্ষে ঢাকা অঞ্চলের সোয়া দুই লাখ মানুষ বৃহত্তর বরিশালসহ বিভিন্ন উপকূলীয় জেলায় যাবেন। কিন্তু এবার ঈদযাত্রার সময় মাত্র চার দিন হওয়ায় নৌযান চলাচলে চাপ বেশি পড়বে।

এসসিআরএফ’র সভাপতি আশীষ কুমার দে বলেন, পদ্মা সেতুর কারণে নৌপথে যাত্রী সংখ্যা কমে গেছে। তারপরও বিশেষ করে ঈদের সময় যাত্রী পরিবহনের সক্ষমতা অপ্রতুল।

আগামী ১৭ জুন (সোমবার) সারাদেশে মুসলমানদের ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে। ঈদ উপলক্ষে সরকারি ছুটি থাকবে আগামী সপ্তাহের রোববার থেকে মঙ্গলবার পর্যন্ত। তার আগে এই সপ্তাহের বৃহস্পতিবার শেষ কর্মদিবস এবং শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ