Views Bangladesh

Views Bangladesh Logo

ইসরায়েলি হামলায় লেবাননে দুই মাসে দুই শতাধিক শিশু: ইউনিসেফ

 VB  Desk

ভিবি ডেস্ক

বুধবার, ২০ নভেম্বর ২০২৪

লেবাননে ইসরায়েলি হামলায় গত দুই মাসে ২০০’রও বেশি শিশু প্রাণ হারিয়েছে। এ ছাড়াও আহত হয়েছেন সহস্রাধিক মানুষ। মঙ্গলবার (১৯ নভেম্বর) জেনেভায় এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানায় জাতিসংঘ শিশু তহবিল ইউনিসেফের মুখপাত্র জেমস এলডার।

ইউনিসেফের প্রতিবেদনে বলা হয়েছে, সেপ্টেম্বরে লেবাননে ইরান সমর্থিত হিজবুল্লাহর বিরদ্ধে ইসরায়েল বড় ধরনের অভিযান চালানো শুরু করার পর সেখানে এক বছর ধরে চলা এই অভিযান সর্বাত্মক যুদ্ধে রুপ নিয়েছিল।

সংবাদ সম্মেলনে জেমস এলডার বলেন, ‘দুই মাসেরও কম সময়ে লেবাননে ২০০’র ও বেশি শিশু প্রাণ হারিয়েছে। তবে এই ব্যাপারে ইসরায়েলের বিরুদ্ধে এখনো কোনো ব্যবস্থা নেয়া হয়নি। এতোগুলো শিশুর প্রাণ যাওয়ার পরও যারা সহিংসতা বন্ধে সক্ষম,তারা কিন্তু মুখে কুলুপ এঁটে বসে আছেন।’

অবশ্য এই হত্যাকাণ্ডের জন্য কে বা কারা দায়ি সে ব্যাপারে কোনো মন্তব্য না করে ইউনিসেফের মুখপাত্র বলেন, ‘যারা গণমাধ্যমে খোঁজ-খবর রাখেন তাদের কারোরই বিষয়টি অজানা নয়’।

জেমস আরও দাবি করেন, লেবানন ও গাজার সংঘাতের মধ্যে একটি গুরুত্বপূর্ণ মিল রয়েছে। সেখানেও ইসরায়েল ও ফিলিস্তিনের স্বাধীনতাকামী হামাসের যুদ্ধে ৪৩ হাজারেরও বেশি বেসামরিক নাগরিক নিহত হয়েছে। এর মধ্যে বেশিরভাগই নারী ও শিশু। জাতিসংঘের দেয়া তথ্যানুযায়ী নিহত শিশুর সংখ্যা ১৬ হাজারেরও বেশি।

এ সময় যুদ্ধের ভয়াবহতা থেকে বাস্তুচ্যুত লক্ষাধিক শিশুকে ইউনিসেফ মনস্তাত্বিক সহায়তাসহ চিকিৎসাসেবা, খাদ্য এবং ঘুমের ওষুধ সরবরাহ করছে বলে জানিয়েছেন তিনি।

জেমস এলডার অভিযোগ করেন, গাজার ক্ষেত্রে যেমনটি হয়েছে, ঠিক লেবাননের ক্ষেত্রেও তাই হচ্ছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ