ইরাকে ভয়াবহ বালুঝড়ে হাসপাতালে ভর্তি ৩ হাজার ৭০০’র বেশি মানুষ
ইরাকজুড়ে ভয়াবহ বালুঝড় বয়ে যাওয়ার পর শ্বাসকষ্টসহ নানা শারীরিক সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন অন্তত ৩ হাজার ৭৪৭ জন মানুষ। মঙ্গলবার (১৫ এপ্রিল) রাজধানী বাগদাদসহ দক্ষিণাঞ্চলীয় ও মধ্যাঞ্চলের বেশ কয়েকটি প্রদেশে এই বালুঝড় আঘাত হানে।
ইরাকের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র সাঈফ আল বদর রাষ্ট্রীয় বার্তাসংস্থা আইএনএ-কে বিষয়টি নিশ্চিত করে বলেন, “গতকাল মঙ্গলবার বাগদাদ এবং আরও কয়েকটি প্রদেশে বালুঝড় হয়েছে। এতে অসুস্থ হয়ে হাসপাতালে চিকিচিৎসা নিতে এসেছেন কমপক্ষে ৩ হাজার ৭৪৭ জন। অসুস্থদের সবাই শ্বাসতন্ত্রের সমস্যা নিয়ে হাসপাতালে এসেছিলেন।”
তিনি আরও জানান, সবচেয়ে বেশি রোগী ভর্তি হয়েছেন বাগদাদ ও দক্ষিণাঞ্চলীয় শহর আল মুথান্নায়। বাগদাদে ১ হাজার ১৪ জন এবং আল মুথান্নায় ৮৭৪ জন চিকিৎসা নিয়েছেন। বাকি রোগীরা দেশটির অন্যান্য প্রদেশ থেকে এসেছেন।
মুখপাত্র বলেন, “গুরুতর অসুস্থ হয়ে যারা হাসপাতালে ভর্তি হয়েছেন, তাদের সর্বোচ্চ চিকিৎসা দেয়া হবে। আমাদের ওষুধ, মেডিকেল সাপ্লাই কিংবা অক্সিজেন-কোনোটিরই অভাব নেই।”
তবে তিনি নিশ্চিত করেন, এই বালুঝড়ে এখন পর্যন্ত কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি।
পরিবেশবিদদের মতে, ইরাকে বালুঝড় নতুন কিছু নয়। তবে সাম্প্রতিক বছরগুলোতে জলবায়ু পরিবর্তনের কারণে ঝড়ের মাত্রা ও ঘনত্ব অনেক বেড়েছে।
জাতিসংঘের তথ্য অনুযায়ী, জলবায়ু পরিবর্তনের কারণে বিশ্বের সবচেয়ে ঝুঁকিতে থাকা দেশগুলোর মধ্যে ইরাক রয়েছে পঞ্চম স্থানে।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে