Views Bangladesh Logo

ফেসবুকে ৩০০ কোটির বেশি সক্রিয় ব্যবহারকারী, ৩% ভুয়া প্রোফাইল: মেটার প্রতিবেদন

 VB  Desk

ভিবি ডেস্ক

০২৪ সালে ফেসবুকের সক্রিয় ব্যবহারকারীর সংখ্যা ৩০০ কোটি ছাড়িয়ে যায়। তবে তার মধ্যে প্রায় ৩ শতাংশ প্রোফাইলই ভুয়া বলে মেটার এক প্রতিবেদনে জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, গত বছরের শেষ প্রান্তিকে প্রায় ১৪০ কোটি অ্যাকাউন্ট বিভিন্ন কারণে চিহ্নিত করে অপসারণ করা হয়। মানুষের তদারকি ও স্বয়ংক্রিয় প্রযুক্তির সমন্বয়ে ভুয়া অ্যাকাউন্ট শনাক্ত করা হলেও নতুন কৌশলে এসব প্রোফাইল ক্রমাগত তৈরি করা হচ্ছে।

মেটার তথ্যমতে, কিছু অ্যাকাউন্ট ফেসবুকের নীতিমালা লঙ্ঘনের জন্য তৈরি করা হয় আবার কিছু অ্যাকাউন্ট ব্যক্তির পরিবর্তে ব্যবসা, সংগঠন বা পোষা প্রাণীর নামে খোলা হয়।

ভুয়া অ্যাকাউন্ট শনাক্ত করে বাদ দেওয়ার মূল কারণগুলোর মধ্যে রয়েছে-স্প্যাম, ভুয়া তথ্য প্রচার, সমন্বিত বট কার্যক্রম এবং পরিচয় নিয়ে প্রতারণা।

ফেসবুক বিশ্বের বৃহত্তম সামাজিক যোগাযোগ মাধ্যম হলেও এতে ভুয়া অ্যাকাউন্ট দীর্ঘদিনের সমস্যা। ২০১৯ সাল থেকে মেটা প্রতি প্রান্তিকে গড়ে ১ বিলিয়নের বেশি ভুয়া অ্যাকাউন্ট অপসারণ করে মেটা যদিও ২০২৩ সাল থেকে ভুয়া অ্যাকাউন্ট শনাক্তকরণের হার কিছুটা কমেছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ