আল শিফা হাসপাতালে ইসরায়েলি হামলায় ৪ শতাধিক নিহত
গাজার সবচেয়ে বড় আল শিফা হাসপাতালে ইসরায়েলি বাহিনীর হামলায় চার শতাধিক ফিলিস্তিনি নিহত হয়েছেন। গাজার মিডিয়া অফিসের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা।
গাজার মিডিয়া অফিস বলছে, আল-শিফা হাসপাতালে ইসরায়েলি বাহিনীর ১৩ দিনের অভিযানে ৪০০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছে। যাদের মধ্যে রয়েছে রোগী, যুদ্ধে বাস্তুচ্যুত এবং স্বাস্থ্যসেবা কর্মী।
আল-জাজিরা আরও জানায়, আল-শিফা হাসপাতাল অবরোধের সময় ফিলিস্তিনি যোদ্ধারা মর্টার ও রকেট ফায়ার দিয়ে ইসরায়েলি সেনাদের ও সাঁজোয়া যানের ওপর হামলা চালায়।
গত ৭ অক্টোবর ইসরায়েলের ভূখণ্ডে হামাস যোদ্ধারা অতর্কিত হামলা চালায়। ওই দিন থেকেই শুরু হয় ইসরায়েল-হামাস যুদ্ধ। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, এখন পর্যন্ত গাজায় ইসরায়েলি হামলায় কমপক্ষে ৩২ হাজার ৭০৫ জন ফিলিস্তিনি নিহত এবং ৭৫ হাজার ১৯০ জন আহত হয়েছেন। আর গৃহহীন হয়েছেন ২০ লাখ মানুষ।
এদিকে সাম্প্রতিক দিনগুলিতে ইসরায়েলকে কয়েক বিলিয়ন ডলারের বোমা ও যুদ্ধবিমান হস্তান্তরের অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র। এই বিষয়ের সঙ্গে সংশ্লিষ্ট দুটি সূত্র শুক্রবার এ তথ্য জানিয়েছে।
ওই সূত্র ওয়াশিংটন পোস্টকে জানায়, নতুন অস্ত্র প্যাকেজের মধ্যে রয়েছে ১৮০০ এমকে-৮৪ ২০০০ পাউন্ডের ও ৫০০ এমকে-৪২ ৫০০ এলবি বোমা।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে