Views Bangladesh Logo

গাজীপুরে আগুনে পুড়ল অর্ধশত টিনশেড ঘর

 VB  Desk

ভিবি ডেস্ক

গাজীপুরে একটি চায়ের দোকান থেকে লাগা আগুনে অর্ধ শতাধিক টিনশেডের কলোনি ঘর অগ্নিকাণ্ডে পুড়ে গেছে। বুধবার (১৫ মে) দিবাগত রাত ৩টার সময় গাজীপুর সিটি করপোরেশনের ভোগড়া বাইপাস এলাকায় এ ঘটনা ঘটে।

ভোগড়া মর্ডান ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. রুহুল আমিন মোল্লা জানান, ভোগড়া বাইপাস এলাকার স্থানীয় রফি মাতবরসহ কয়েক জনের জমি ভাড়া করে তৈরি করা মার্কেট ও টিনশেডের ঘরে আগুন লাগে। খবর পেয়ে ভোগড়া মর্ডান ফায়ার সার্ভিসের ২টি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর কাজ শুরু করে। পরে আগুনের ভয়াবহতা বেড়ে গেলে কোনাবাড়ী ফায়ার সার্ভিসের ২টি ইউনিট যোগ হয়ে ১ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

তিনি জানান, আগুনে মার্কেটের কয়েকটি দোকানের মালামাল ও অর্ধ শতাধিক টিনশেড ঘর ও আসবাবপত্র পুড়ে গেছে। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে বলা যাবে।

এদিকে অগ্নিকাণ্ডের ঘটনায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে হওয়ায় প্রায় ২ ঘণ্টা ওই মহাসড়কে যান চলাচল বন্ধ ছিল।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ