হবিগঞ্জে পূর্ববিরোধের জেরে সংঘর্ষে আহত ৫০ জন
হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় পূর্ববিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে অন্তত ৫০ জন আহত হয়েছেন।
সোমবার (৫ মে) বিকেলে সংঘর্ষের পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়লে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ মোতায়েন করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার উত্তর সাঙ্গর গ্রামে আলাউদ্দিন মিয়া ও নুরুল হুদা নামের দুই ব্যক্তির অনুসারীদের মধ্যে নানা বিষয় নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। সম্প্রতি এক পক্ষের গৃহপালিত পশু অন্য পক্ষের খড় খেয়ে ফেলাকে কেন্দ্র করে উত্তেজনা বাড়ে।
বৈশাখ মাসে ধান কাটার ব্যস্ততার কারণে বিরোধ নিষ্পত্তির উদ্যোগ নিলেও তা বাস্তবায়ন হয়নি।
এরই ধারাবাহিকতায় সোমবার বিকেলে উভয় পক্ষের সমর্থকরা সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে অন্তত ৫০ জন আহত হন। তাদের মধ্যে ১৮ জনকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং গুরুতর আহত তিনজনকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
বানিয়াচং থানার ওসি গোলাম মোস্তফা জানান, দীর্ঘদিনের বিরোধ থেকেই এই সংঘর্ষের সূত্রপাত। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে, তবে এখনও কেউ আটক হয়নি।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে