Views Bangladesh Logo

দেশে ৫০০ জনের বেশি মানুষের একাধিক এনআইডি : ডিজি

 VB  Desk

ভিবি ডেস্ক

বাংলাদেশে ৫০০ জনের বেশি ব্যক্তি একাধিক জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ব্যবহার করছেন বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের জাতীয় পরিচয় নিবন্ধন বিভাগের মহাপরিচালক এএসএম হুমায়ুন কবীর।

সোমবার (৫ মে) ঢাকায় নির্বাচন কমিশন অফিসে সাংবাদিকদের তিনি বলেন, 'আগামী সপ্তাহের মধ্যে এসব ব্যক্তির বিরুদ্ধে কী পদক্ষেপ নেয়া হয়েছে, তার বড় একটা অগ্রগতি দেখতে পাবেন। আমাদের কাছে ১৩ কোটির বেশি রেকর্ড আছে, তাই সব ম্যানুয়ালি যাচাই করা সম্ভব নয়। তবে কারও বিরুদ্ধে সুনির্দিষ্ট তথ্য আসলে আমরা ব্যবস্থা নিই।'

তিনি জানান, আগে শুধু আঞ্চলিক নির্বাচন কর্মকর্তারা এনআইডির তথ্য সংশোধনের ক্ষমতা পেতেন, এখন তা জেলা পর্যায়ের কর্মকর্তাদেরও দেয়া হচ্ছে।

ডিজি বলেন, 'সেবা সহজ করতে বৈধ আবেদনগুলো দ্রুত নিষ্পত্তি করা হচ্ছে। দায়িত্বগুলো বিকেন্দ্রীকরণ করে সময়মতো সেবা দেয়াই আমাদের লক্ষ্য।'

তিনি জানান, নির্বাচন কমিশন সচিবালয়ের কর্মকর্তাদেরও ক্ষমতায়ন করা হচ্ছে যাতে তারা সেবার কার্যক্রম আরও ভালোভাবে পরিচালনা করতে পারেন।

'আঞ্চলিক কর্মকর্তাদের আবেদন যাচাই-বাছাইয়ের দায়িত্ব দেয়া হয়েছে এবং তাদের কার্যক্রম আমরা নিয়মিত পর্যবেক্ষণ করছি। কেউ কেউ ভালো কাজ করছেন, আবার কারও ক্ষেত্রে উন্নতির প্রয়োজন রয়েছে,' বলেন হুমায়ুন কবীর।

রোহিঙ্গা শরণার্থীদের বিষয়ে তিনি বলেন, 'তাদের তথ্যভাণ্ডার নির্বাচন কমিশনের সঙ্গে এপিআইয়ের মাধ্যমে যুক্ত করার কথা ছিল গত সপ্তাহে, কিন্তু এখনো ঠিক হয়নি কোন মন্ত্রণালয় এই সার্ভার হোস্ট করবে।'

'তাদের আঙুলের ছাপ মিলিয়ে নিতে পারলেই সার্ভার কোথায় থাকবে সেটা বড় বিষয় নয়,' বলেন তিনি।

বিদেশে থাকা প্রবাসীদের ভোটার নিবন্ধন প্রসঙ্গে তিনি জানান, বর্তমানে আটটি দেশে এই কার্যক্রম চলছে, এর মধ্যে একটি হলো অস্ট্রেলিয়া।

'অস্ট্রেলিয়ায় নিয়মিতভাবে নিবন্ধন চলছে। আগামী সপ্তাহে কানাডায়ও শুরু হবে। তখন এটি নয়টি দেশে বিস্তৃত হবে। তবে দূতাবাসগুলোর জায়গার সীমাবদ্ধতাই এই কার্যক্রম বাড়ানোর বড় চ্যালেঞ্জ,' বলেন ডিজি।

তিনি আরও বলেন, 'অর্থ ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা হয়েছে, আগামী সপ্তাহে একটি আন্তঃমন্ত্রণালয় সভা হবে—যার মাধ্যমে সমস্যাগুলো চিহ্নিত করে ৪০টি দেশে প্রবাসীদের জন্য এই সেবা চালু করার পরিকল্পনা রয়েছে।'

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ