Views Bangladesh Logo

যুদ্ধবিরতির দ্বিতীয় দিনে গাজায় প্রবেশ করল ৯ শতাধিক ত্রাণবাহী ট্রাক

যুদ্ধবিরতির দ্বিতীয় দিনে সোমবার (২০ জানুয়ারি) ৯ শতাধিক ত্রাণবাহী ট্রাক ফিলিস্তিনের গাজায় প্রবেশ করেছে বলে জানিয়েছে জাতিসংঘ। যা ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি অনুযায়ী দৈনিক লক্ষ্যমাত্রার চেয়ে বেশি।

জাতিসংঘের মানবিক সহায়তা সমন্বয় দপ্তর (ওসিএইচএ) জানিয়েছে, ‘এই যুদ্ধে বেঁচে যাওয়া মানুষদের জন্য সহায়তা বাড়ানোর অংশ হিসেবে গাজা উপত্যকায় মানবিক ত্রাণ সহায়তা অব্যাহত রয়েছে।’

ওসিএইচএ আরও জানায়, ‘ইসরায়েলি কর্তৃপক্ষ এবং যুদ্ধবিরতি চুক্তির অংশীজনদের সঙ্গে যোগাযোগের মাধ্যমে প্রাপ্ত তথ্য অনুযায়ী আজ ৯১৫টি ট্রাক গাজায় প্রবেশ করেছে।’

গাজায় চলমান সংঘর্ষে ত্রাণ প্রবাহ এবং বিতরণে বাধার কারণে বারবার নিন্দা জানিয়েছে জাতিসংঘ। এর আগে যুদ্ধবিরতির প্রথম দিনে (রোববার) ৬৩০টি ত্রাণবাহী ট্রাক গাজায় প্রবেশ করে।

ইসরায়েল ও হামাসের মধ্যে ৪২ দিনের প্রাথমিক যুদ্ধবিরতি চুক্তি রোববার কার্যকর হয়। চুক্তি অনুযায়ী, প্রতিদিন গাজায় ৬০০টি ত্রাণবাহী ট্রাক প্রবেশের কথা রয়েছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ