Views Bangladesh

Views Bangladesh Logo

একীভূত হলো পদ্মা ও এক্সিম ব্যাংক

 VB  Desk

ভিবি ডেস্ক

সোমবার, ১৮ মার্চ ২০২৪

বাংলাদেশে প্রথমবারের মত শরিয়াহভিত্তিক এক্সিম ব্যাংকের সঙ্গে দুর্দশাগ্রস্ত পদ্মা ব্যাংক একীভূত হয়েছে।

সোমবার (১৮ মার্চ) বেসরকারি খাতের ব্যাংক দুটির মধ্যে একীভূত হওয়ার চুক্তি সই হয়েছে। বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদারের উপস্থিতিতে এ সময় কর্মকর্তাদের পাশাপাশি দুই ব্যাংকের উদ্যোক্তারা উপস্থিত ছিলেন।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে গভর্নর আব্দুর রউফ তালুকদার, এক্সিম ব্যাংক ও বিএবি চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার, পদ্মা ব্যাংকের চেয়ারম্যান ও সোনালী ব্যাংকের এমডি আফজাল করিমসহ তিন প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বৃহস্পতিবার (১৪ মার্চ) পদ্মা ব্যাংকের সঙ্গে একীভূত হওয়ার বিষয়ে এক্সিম ব্যাংকের পরিচালনা পর্ষদের সভায় আলোচনা ও সিদ্ধান্ত হয়। সেদিনই এ বিষয়ে সিদ্ধান্ত নেয় পদ্মা ব্যাংকের পরিচালনা পর্ষদ।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান শেষে এক্সিম ব্যাংকের চেয়ারম্যান মো. নজরুল ইসলাম মজুমদার সাংবাদিকদের বলেন, দেশের উন্নয়নে এটি একটি ঐতিহাসিক সিদ্ধান্ত।

তিনি জানান, এক্সিম ব্যাংকে আমানতকারীদের অর্থ নিরাপদ থাকবে এবং একীভূত হওয়ার পর পদ্মা ব্যাংকের কর্মকর্তারা ক্ষতিগ্রস্ত হবেন না।

তিনি বলেন, “সরকার আমাদের দুর্বল ব্যাংক নেওয়ার প্রস্তাব দিয়েছিল এবং সে কারণেই এক্সিম ব্যাংক পদ্মা ব্যাংককে অধিগ্রহণ করে।”

একীভূত হওয়ার পর পদ্মা ব্যাংকের নাম থাকবে না বলে জানান নজরুল ইসলাম মজুমদার।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ