Views Bangladesh

Views Bangladesh Logo

বেতন নেবেন না পাকিস্তানের প্রেসিডেন্ট

 VB  Desk

ভিবি ডেস্ক

বুধবার, ১৩ মার্চ ২০২৪

দেশ অর্থনৈতিক সংকটে জর্জরিত হওয়ায় বেতন নেবেন না পাকিস্তানের নতুন প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি। মঙ্গলবার (১২ মার্চ) তিনি এ ঘোষণা দেন।

পাকিস্তান ভিত্তিক ইংরেজি গণমাধ্যম এক্সপ্রেস ট্রিবিউনের খবরে বলা হয়, প্রেসিডেন্টের সচিবালয় থেকে প্রকাশিত এক বিবৃতিতে জানান হয়েছে, দেশের অর্থনৈতিক সংকটের অবস্থা বিবেচনা করে প্রেসিডেন্ট জারদারি রাষ্ট্রীয় কোষাগার থেকে বেতন না নেয়ার সিদ্ধান্ত জানিয়েছেন।

বিবৃতিতে আরও বলা হয়েছে, প্রেসিডেন্ট জারদারি রাষ্ট্রীয় খাজানার ওপর চাপ বাড়াতে চান না। তাই তিনি প্রেসিডেন্ট হিসেবে প্রাপ্য বেতন না নেয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

অন্যদিকে, প্রেসিডেন্টের সিদ্ধান্তের সঙ্গে সংহতি প্রকাশ করে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভিও তার মেয়াদকালে বেতন না নেয়ার সিদ্ধান্ত জানিয়েছেন।

এর আগে রোববার (১০ মার্চ) পাকিস্তানের ১৪তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) সহ-সভাপতি আসিফ আলি জারদারি। এ নিয়ে দ্বিতীয়বারের মতো পাকিস্তানের প্রেসিডেন্ট হলেন তিনি।


মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ