Views Bangladesh Logo

জাতিসংঘের নিরাপত্তা পরিষদে পাকিস্তানসহ ৫ দেশ

 VB  Desk

ভিবি ডেস্ক

জাতিসংঘের নিরাপত্তা পরিষদের নতুন অস্থায়ী সদস্য হলো পাকিস্তানসহ পাঁচটি দেশ। দুই বছরের জন্য নির্বাচিত হয়েছে দেশগুলো। ২০২৫ সালের প্রথম দিন থেকে দায়িত্ব পালন করবে এই পাঁচ রাষ্ট্র। শুক্রবার (৭ জুন) বার্তা সংস্থা এপি প্রকাশিত এক প্রতিবেদন সূত্রে এই তথ্য জানা যায়।

পাকিস্তান বাদে নির্বাচিত দেশগুলা হচ্ছে– সোমালিয়া, পানামা, ডেনমার্ক ও গ্রিস। দেশগুলো জাপান, ইকুয়েডর, মাল্টা, মোজাম্বিক ও সুইজারল্যান্ডের স্থলাভিষিক্ত হলো। এশিয়া আসনে জাপানের স্থলাভিষিক্ত হয়েছে পাকিস্তান। এশিয়া আসনে জাপানের স্থলাভিষিক্ত হয়েছে পাকিস্তান।

মঙ্গলবার (৪ জুন) ১৫ সদস্যের নিরাপত্তা পরিষদে নতুন সদস্য নির্বাচনে ভোটাভুটি হয়। ডেনমার্ক পায় ১৮৪ ভোট, পানামা ১৮৩ ভোট, গ্রিস ও পাকিস্তান ১৮২ ভোট এবং সোমালিয়া পেয়েছে ১৭৯ ভোট।

নিরাপত্তা পরিষদের পাঁচ স্থায়ী সদস্য হলো যুক্তরাজ্য, চীন, ফ্রান্স, রাশিয়া ও যুক্তরাষ্ট্র; যাদের ভেটো ক্ষমতা রয়েছে। বাকি ১০ অস্থায়ী সদস্য ভোটাভুটিতে দুই বছরের জন্য নির্বাচিত হয়।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ