Views Bangladesh Logo

ভারতের হামলার জবাবে পাল্টা সামরিক পদক্ষেপের অনুমোদন দিল পাকিস্তান

ভারতের বিমান হামলার জবাবে পাল্টা সামরিক পদক্ষেপ নেয়ার অনুমোদন দিয়েছে পাকিস্তান। দেশটির প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ বুধবার (৭ মে) এক বিবৃতিতে জানান, জাতীয় নিরাপত্তা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী পাকিস্তানের সশস্ত্র বাহিনীকে ‘যথোপযুক্ত প্রতিক্রিয়া’ জানানোর পূর্ণ অনুমোদন দেয়া হয়েছে।

ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে ২২ এপ্রিলের হামলার জেরে ভারত পাকিস্তানের অভ্যন্তরে অন্তত ৯টি স্থানে বিমান হামলা চালায়, যার মধ্যে কাশ্মীর এবং পাঞ্জাব প্রদেশের বিভিন্ন স্থানও রয়েছে। এতে অন্তত ২৬ জন বেসামরিক নাগরিক নিহত হন। ভারতের দাবি, তারা ‘সন্ত্রাসী ঘাঁটি’ লক্ষ্য করে হামলা চালিয়েছে।

পাকিস্তান সেনাবাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী জানিয়েছেন, হামলার জবাবে পাকিস্তান পাঁচটি ভারতীয় যুদ্ধবিমান ও একটি ড্রোন ভূপাতিত করেছে। ভূপাতিত হওয়া বিমানের মধ্যে রয়েছে তিনটি রাফাল, একটি মিগ-২৯ এবং একটি সু-৫৭।

পাকিস্তানের প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে দেয়া এক বিবৃতিতে বলা হয়েছে, জাতিসংঘ সনদের ৫১ নম্বর অনুচ্ছেদের আওতায় আত্মরক্ষার অধিকার অনুযায়ী, পাকিস্তানের সশস্ত্র বাহিনীকে সময়, স্থান ও কৌশল অনুযায়ী জবাব দেয়ার পূর্ণ স্বাধীনতা দেয়া হয়েছে। খবর ডয়চে ভেলে

পাকিস্তান সরকার ভারতের এই পদক্ষেপকে ‘দায়িত্বজ্ঞানহীন ও আগ্রাসী’ বলে আখ্যা দিয়ে এর জন্য সম্পূর্ণভাবে নয়াদিল্লীকে দায়ী করেছে। পাশাপাশি, পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় ইসলামাবাদে নিযুক্ত ভারতের চার্জ দ্য অ্যাফেয়ার্সকে তলব করে কড়া প্রতিবাদ জানিয়েছে।

পাকিস্তান সতর্ক করে বলেছে, ভারতের এমন পদক্ষেপ দক্ষিণ এশিয়ার শান্তি ও স্থিতিশীলতার জন্য মারাত্মক হুমকি সৃষ্টি করছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ